logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯, ৮ কার্তিক ১৪২৬

সাকিব-সৌম্যের বিদায়, তামিমের অর্ধশতক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২০ জুন ২০১৯, ২১:৪১ | আপডেট : ২১ জুন ২০১৯, ০৮:১৩
সামনে পাহাড় সম লক্ষ্য। তার উপর সৌম্য সরকার আর সাকিব আল হাসানের বিদায়। সৌম্য আউট হয়েছেন নিজেদের ভুল বোঝাবুঝিতে। রান নিতে গিয়ে দাগ পেরোনোর আগেই অ্যারন ফিঞ্চের করা থ্রোতে রান আউট করে ফেরেন সাজঘরে। দলীয় ২৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

দ্বিতীয় উইকেট জুটিতে দ্রুত রান তুলছিলেন সাকিব আল হাসান আর তামিম ইকবাল। তামিম ধীরে রান তুললেও সাকিবের ব্যাটে রান আসছিল দ্রুত।

এর আগে গত চার ম্যাচে দুটি অর্ধশতকের পাশাপাশি করেছেন দুটি শতকও।

আজও ঠিক পথেই ছিলেন কিন্তু লাইন চ্যুত হোন ৪১ রানের মাথায়।

৪১ রান করে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

সাকিবের বিদায়ের পর তামিম অর্ধশতক পূর্ণ করেছেন ৬৫ বলে। অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

এমআর/ এমকে

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়