logo
  • ঢাকা মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯, ৮ শ্রাবণ ১৪২৬
evaly

প্রোটিয়াদের বিপক্ষে ফিল্ডিং করছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৯ জুন ২০১৯, ১৬:৪৮ | আপডেট : ১৯ জুন ২০১৯, ১৯:১৭
ছবি- সংগৃহীত
২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরেই বিদায় নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার প্রোটিয়াদের সামনে বদলা নেয়ার পালা। যদিও তার আগে ফাফ ডু প্লেসি নেতৃত্বাধীন দলটির সামনে বিশ্বকাপের মঞ্চে টিকে থাকার লড়াই। বিশ্বকাপে এতটা খারাপ শুরু হবে তা কেউই ভাবতে পারেনি। তিন ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে দলটির। ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের বিপক্ষে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই জয় নিয়ে ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড। সেমিফাইনালের পথে এগিয়ে চলেছে কিউইরা দাপট নিয়েই। 

বুধবার এজবাস্টনে মুখোমুখি দুই দল। বৃষ্টির কারণে বিশ্বকাপের ২৫তম ম্যাচে টস হতে কিছুটা বিলম্ব হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর টস করতে নামে দল দুটির অধিনায়ক। স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও টস হয়েছ সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে চারটায়)। এক ওভার কমিয়ে প্রতিটি দল খেলবে ৪৯ ওভার করে। টস জেতার পর এদিন  ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ব্ল্যাকক্যাপসরা। 

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামন জানিয়েছেন, একাদশ আসেনি কোনও পরির্বতন। অন্যদিকে বুউরান হেন্ড্রিক্সের বদলে ইনজুরি কাটিয়ে দলে জায়গা করে নিয়েছেন লুঙ্গি এনডিগি।

নিউজিল্যান্ড একাদশ
 
মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম, জেমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

দক্ষিণ আফ্রিকা একাদশ

হাশিম আমলা, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকওয়ায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও লুঙ্গি এনডিগি।

ওয়াই

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়