logo
  • ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯, ৭ আশ্বিন ১৪২৬

আউট ফিল্ড ভেজা, নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার টস বিলম্ব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৯ জুন ২০১৯, ১৫:৪১ | আপডেট : ১৯ জুন ২০১৯, ১৫:৫২
ছবি- সংগৃহীত
বিশ্বকাপের ২৫তম ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। বুধবার এজবাস্টনে সকালে কিছুটা বৃষ্টি হয়েছে। এতে দুই দল মাঠে নামতে পারেনি এখনও। স্থানীয় সময় সাড়ে ১০টায় ( বাংলাদেশ সময় সাড়ে তিনটায়) ম্যাচ শুরুর কথা থাকলেও ভেজা আউট ফিল্ড থাকায় টস করতেও আসেনি কেউ।  

ইএসপিএন ক্রিকইনফো স্থানীয় সময় পৌনে ১১টার দিকে সব শেষ আপডেট অনুযায়ী জানিয়েছে, আকাশ রৌদ্রজ্জ্বল। কিছুক্ষণ আগেই  মাঠে এসেছিলেন দায়িত্বরত আম্পায়াররা। সুতরাং দ্রুতই মাঠে নামার সম্ভাবনা রয়েছে দুই দলের।

বিশ্বকাপটা মোটেও ভালো যাচ্ছে না প্রোটিয়াদের। এরই মধ্যে ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের বিপক্ষে হারতে হয়েছে ফাফ ডু প্লেসি নেতৃত্বাধীন দলটিকে। আফগানিস্তানের বিপক্ষেই প্রথম ম্যাচ জয় পায় দক্ষিণ আফ্রিকা। 

অন্যদিকে এবারের বিশ্ব আসরে দারুণ ফর্মে রয়েছে নিউজিল্যান্ড। দাপটের সঙ্গে ব্ল্যাকক্যাপসরা নিয়ে এগিয়ে চলেছে সেমিফাইনালের পথে। এবারের বিশ্বকাপে একটিও ম্যাচ হারেনি কেন উইলিয়ামসনের দল। 

 ওয়াই

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়