logo
  • ঢাকা সোমবার, ১৪ অক্টোবর ২০১৯, ২৯ আশ্বিন ১৪২৬

টুইটারে বাংলাদেশ বন্দনায় ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৮ জুন ২০১৯, ১৮:৪৩ | আপডেট : ১৮ জুন ২০১৯, ১৯:২৩
ছবি- সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের ১২৪ রানের ইনিংস আর লিটন দাসের ৯৪ রানের ইনিংসে ভর ৫১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। সোমবার টনটনে এই দুই অপরাজিত ব্যাটসম্যানের সৌজন্যে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ইতিহাস গড়ে বাংলাদেশ। 

চতুর্থ উইকেটে সাকিব-লিটনের ২২.৩ ওভারে ১৮৯ রানের জুটিতে বাংলাদেশ ৪১.৩ ওভারে ৩ উইকেটে ৩২২ রান সংগ্রহ করে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নেয়।

৩২ বছর বয়সী সাকিব ব্যাট হাতে শতরানের ইনিংস খেলার আগে বল হাতে ওয়েস্ট ইন্ডিজের ২ উইকেট তুলে নেন। এছাড়া লিটন দাস মাত্র ৬ রানের জন্য শতক মিস করেন। তার ইনিংসে ছিল ৮ টি চার ও ৪ টি ছয়।

সাকিব-লিটনরা বাইশ গজে চার-ছয়ের ঝড় তোলার পর টুইটারে ঝড় তোলেন সাবেক ক্রিকেটাররা।

ভারতের ভিভিএস লক্ষণ, হরভজন সিং, আরপি সিং, আকাশ চোপড়া থেকে পাকিস্তানের শহীদ আফ্রিদি ও শোয়েব আখতার পর্যন্ত টুইটারে টাইগারদের প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন। 

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়