logo
  • ঢাকা শনিবার, ২০ জুলাই ২০১৯, ৫ শ্রাবণ ১৪২৬
evaly

চোটের খাতায় এবার মুশফিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৫ জুন ২০১৯, ১৭:১২ | আপডেট : ১৫ জুন ২০১৯, ১৭:৩৯
ছবি- সংগৃহীত
একের পর এক চোট সেরে কেবল স্বস্তি ফিরতে শুরু করেছে বাংলাদেশ দলে। এই স্বস্তি বেশিক্ষণ থিতু হলো না। তামিম ইকবাল এখনও লড়াই করছেন চোটের সঙ্গে। টনটনে পৌঁছে সাকিব আল হাসানতো অনুশীলনই করেননি উরুর ব্যথার জন্য। এবার এই তালিকায় যোগ হলো মুশফিকুর রহিম।

টনটনে আগামী সোমবার (১৭ জুন) বিকেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে মুশফিকের এমন খবর অস্বস্তিতে ফেলবে বাংলাদেশ দল আর সমর্থকদের।

আজ শনিবার টনটনে নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন ফিজিও’র সঙ্গে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়নি চোটের গভীরতা সম্পর্কে।

এদিকে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে হেরে কিছুটা বিপাকে পড়েছে বাংলাদেশ দল। এরপর শ্রীলঙ্কার ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। এমন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা হয়ে উঠেছে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ।

মুশফিকের চোটের খবরে অস্বস্তি হলেও সাকিব-তামিম খেলবেন ক্যারিবীয়দের বিপক্ষে। অপেক্ষা, মুশফিকের থেকেও স্বস্তির খবরের।

এমআর/ওয়াই

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়