logo
  • ঢাকা রবিবার, ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বৃষ্টির বাগড়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৩ জুন ২০১৯, ১৫:৩৫ | আপডেট : ১৩ জুন ২০১৯, ১৫:৪৮
ছবি- সংগৃহীত
ভারত ও নিউজিল্যান্ড দুই দলই এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত। বিরাট কোহলিরা নেতৃত্বাধীন দলটি দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া হারিয়েছে। তেমনই নিউজিল্যান্ড পরপর হারিয়েছে এশিয়ার তিন দল শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে। অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা দুই দলের সামনেই অপরাজিত থাকার চ্যালেঞ্জ নটিংহ্যাম। যদিও বৃহস্পতিবার দুই দল মাঠে নামার আগে প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

bestelectronics
এদিন নির্দিষ্ট সময়ের টস হয়নি। ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, বাংলাদেশ সময় সাড়ে ৪টায় পর্যবেক্ষণের জন্য নামবে দায়িত্বরত আম্পায়াররা। আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, বৃষ্টি হওয়ার সম্ভবাবনা রয়েছে। 

বুধবার অনুশীলনও ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। তার মধ্যেই সুযোগ বুঝে ঘণ্টাখানেক চূড়ান্ত প্রস্তুতি সেরেছে দুই দল। সকাল থেকেই রোদ উঠার অপেক্ষায় ছিল ভারত-নিউজিল্যান্ড।

ওয়াই

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়