logo
  • ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯, ৬ কার্তিক ১৪২৬

ব্রিস্টলে থেমে থেমে বৃষ্টি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ জুন ২০১৯, ১৭:৪৯ | আপডেট : ১১ জুন ২০১৯, ১৭:৫৮
ছবি- সংগৃহীত
বিশ্বকাপের ১৬তম ম্যাচে ব্রিস্টলে মুখোমুখি হওয়া কথা বাংলাদেশ ও শ্রীলঙ্কার। মঙ্গলবারের ম্যাচ থেকে দুই দলের সামনে লক্ষ্য গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নেয়ার। লঙ্কানরা এই মুহূর্তে রয়েছে লিগ তালিকার ছয় নম্বরে অবস্থান। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ভেস্তে যাওয়ায় না খেলেই এক পয়েন্ট জুটেছে তাদের। অন্যদিকে শ্রীলঙ্কার থেকে অনেক ভালো ক্রিকেট খেলা বাংলাদেশ যারা বিশ্বকাপে এখনও পর্যন্ত রয়েছে ৮ নম্বরে। শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারতে হয়েছে মাশরাফি বিন মুর্তজার দলকে। 

ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে এখনও পর্যন্ত টস করা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে এখনও ঢাকা রয়েছে পিচ। কিছুক্ষণ পর পর থেমে থেমে হচ্ছে বৃষ্টি। প্রাথমিকভাবে স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে (বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটা) মাঠ পর্যবেক্ষণের জন্য আম্পায়ারদের মাঠে যাওয়ার কথা রয়েছিল। যদিও পরবর্তীতে তা পিছিয়ে সোয়া ১২টা করা হয়। তবে এখনও কোনও ভালো সংবাদ নেই। ইএসপিএন ক্রিক ইনফো জানাচ্ছে, বৃষ্টির কারণে সময় ঘোষণার পরও মাঠে নামতে পারেননি দায়িত্বরত আম্পায়াররা।

এর আগে সোমবারই ভেস্তে গিয়েছে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। শ্রীলঙ্কার প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে পয়েন্ট ভাগ করেছিল দল দুটি। 

ওয়াই

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়