logo
  • ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯, ৫ আশ্বিন ১৪২৬

বৃষ্টিতে ভেসে যাবার উপক্রম পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৭ জুন ২০১৯, ১৬:১৮
বিশ্বকাপের ১১তম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দু’দলই আজ নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ইংল্যান্ডের আবহাওয়ায় কখন কি ঘটে যায় সেটা বোঝার উপায় নেই। এই রোদ, এই বৃষ্টি।

ব্রিস্টলেও তেমনটাই ঘটছে। বৃষ্টির কারণে টসটাই মাঠে গড়ায়নি ঠিক সময়ে।

এর আগে দুটি করে ম্যাচ খেলেছে দুই দলই। নিউজিল্যান্ডের কাছে হেরে আফগানিস্তানের সঙ্গে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। পাকিস্তান হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে আর জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেট রক্ষক), শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, হাসান আলী ও মোহাম্মদ আমির।

শ্রীলঙ্কা সম্ভাব্য একাদশ: দ্বীমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসল পেরেরা (উইকেটরক্ষক), লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয় ডি সিলভা, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, ইশুরু উদানা, নুয়ান প্রদীপ ও লাসিথ মালিঙ্গা।

এমআর/

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়