logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬

বিশ্বকাপে খেলা হলো না ডেল স্টেইনের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৪ জুন ২০১৯, ২০:২২ | আপডেট : ০৪ জুন ২০১৯, ২০:৩০
ছবি- সংগৃহীত
বিশ্বকাপ শুরুর আগে থেকেই শঙ্কা ছিল দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনকে নিয়ে। সেই শঙ্কা অবশেষে সত্যিই হলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন ডেল স্টেইন। এখানে খেলার সময় চোট পেয়েছিলেন ডান-কাঁধে। এরপরই তাকে নিয়ে শঙ্কা জাগে। তারপরও এসেছিলেন দলের সঙ্গে ইংল্যান্ড।

ইংল্যান্ডে এসেও ছিলেন লম্বা সময়ের বিশ্রামে। ভেবেছিলেন, বিশ্রামে হয়ত মুক্তি মিলবে।

তবে শেষ পর্যন্ত স্টেইনের মুক্তি আর মেলেনি। খেলতে পারেননি ইংল্যান্ড আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটি।

দক্ষিণ আফ্রিকা এরইমধ্যে পরপর দুই ম্যাচ হেরে পড়েছে বিপদে। তৃতীয় ম্যাচে খেলতে হবে শক্তিশালী ভারতের বিপক্ষে।

স্টেইনের বাদ পড়ায় কপাল খুলেছে আরেক পেসার ব্যুরান হ্যান্ডরিক্সের। ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচের আগেই হ্যান্ডরিক্স যোগ দিবেন দলের সঙ্গে।

দক্ষিণ আফ্রিকা দল: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, পল ডুমিনি, ইমরান তাহির, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ক্রিস মরিস, লুঙ্গি নিগিদি, অ্যান্ডিল ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবারিজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন ও ব্যুরান হ্যান্ডরিক্স।

এমআর/ এমকে 

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়