logo
  • ঢাকা সোমবার, ২১ অক্টোবর ২০১৯, ৫ কার্তিক ১৪২৬

বিলাতে টাইগারদের ঈদ উদযাপন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৪ জুন ২০১৯, ১৬:৪৩ | আপডেট : ০৪ জুন ২০১৯, ১৬:৪৮
বিশ্বকাপে খেলার জন্য মাশরাফীরা দেশ-পরিবার ছেড়ে পাড়ি জমিয়েছেন ব্রিটিশ ভূমে। তার মধ্যে পবিত্র রমজান, খেলা আর ঈদুল-ফিতর। রোজা রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন মিরাজ, মুশফিক, মাহমুদুল্লাহরা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে মাঝে খেলা নেই দুইদিন। তার মধ্যেই পড়ে গেছে ঈদের দিন। আজ মঙ্গলবার ইউরোপ-মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশে সম্পন্ন হয়েছে  ঈদুল-ফিতর।

লন্ডনে ঈদের জামায়াতে সামিল হয়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরাও। সকালে কয়েকটি ভাগে ভাগ হয়ে বেরিয়ে পড়েন ঈদের নামাজে অংশ নিতে।

তবে এর জন্য বাংলাদেশ দলকে বাড়তি কোনও নিরাপত্তা দেয়নি আইসিসি। কেন না, ঈদের জামায়াতে এত মানুষের ভিড় থাকে যে, সেখানে বাংলাদেশ দলের জন্য বাড়তি নিরাপত্তা দেয়া সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছিল আইসিসি।

ঈদের নামাজ শেষে খেলোয়াড়েরা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পোস্ট করেন নানা ছবি।

এমআর/ এমকে 

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়