logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯, ৮ কার্তিক ১৪২৬

বিশ্বকাপ দেখতে চোখ রাখবেন যেসব পর্দায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ৩০ মে ২০১৯, ১৪:১৩ | আপডেট : ৩০ মে ২০১৯, ১৫:০২
ছবি- সংগৃহীত
বিশ্বকাপের দ্বাদশ আসরের পর্দা উঠেছে। এবারের বিশ্ব কাপের আয়োজক ইংল্যান্ড। রেকর্ড পঞ্চমবারের মতো আয়োজক হয়েছে দেশটি। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ম্যাচও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ২ জুন প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।

এবারের বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। তবে কয়েকটি ম্যাচ হবে বাংলাদেশ সময় সাড়ে ছয়টায়। 

বাংলাদেশে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জিটিভি), মাছরাঙা টেলিভিশন ও বাংলাদেশ বেতার।

এক নজরে দেখে নেব বিভিন্ন দেশে ম্যাচগুলোর সম্প্রচারের দায়িত্বে রয়েছে যারা

আফগানিস্তান 

মোবি টিভি ও হটস্টার

অস্ট্রেলিয়া 

ফক্স স্পোর্টস, চ্যানেল নাইন, কায়ো লাইভ স্ট্রিম, এসইএন রেডিও, মাকোয়াইরি স্পোর্টস রেডিও।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড 

স্কাই স্পোর্টস, স্কাইগো, নাওটিভি ও বিবিসি রেডিও।

ভারত 

স্টার স্পোর্টস নেটওয়ার্ক, দুরদর্শন, হটস্টার ও অল ইন্ডিয়া রেডিও। 

নিউজিল্যান্ড 

স্কাই স্পোর্টস এসজেড, স্কাইগো ফ্যান পাস

পাকিস্তান 

টেন ক্রিকেট, পিটিভি স্পোর্টস, সনিলিভ 

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে 

সুপার স্পোর্টস ও সুপার স্পোর্টস অ্যাপ

শ্রীলঙ্কা 

টেন স্পোর্টস, এসএলআরসি চ্যানেল আই ও হটস্টার

ওয়েস্ট ইন্ডিজ 

ইএসপিএন ও  ইএসপিএন প্লে

মধ্যপ্রাচ্য 

ওএসএন ক্রিকএইচডি, এলিভেন স্পোর্টস ও ওয়াভো স্ট্রিম।

যুক্তরাষ্ট্র 

উইলো টিভি

কানাডা 

এটিন ক্রিকেট প্লাস

মালয়েশিয়া 

ফক্স ইন্টারন্যাশনাল ও অ্যাসট্রোগো

ওয়াই

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়