logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬
evaly

দীর্ঘ আট বছর পর ইংল্যান্ডের জার্সিতে কলিংউড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৫ মে ২০১৯, ১৮:০৮ | আপডেট : ২৫ মে ২০১৯, ১৮:৩০
পল কলিংউড || ছবি- সংগৃহীত
২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে নিজের শেষ একদিনের ম্যাচটা খেলেছিলেন পল কলিংউড। শনিবার আবারও বিশ্বকাপের জার্সিতে নেমেছেন ইংল্যান্ডের হয়ে। এ যেন ৮ বছর আগে ফিরে যাওয়া।

evaly
যদিও একরকম নিরুপায় হয়ে নামতে হয়েছে কলিংউডকে। সাউদাম্পটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড। 

কিন্তু ইংলিশ দলে ইনজুরি সমস্যা এমনভাবে দেখা দেয় তাতে নামতেই হলো কলিংউডকে। শুক্রবার হাতের আঙ্গুলে চোট পেয়ে খেলা হচ্ছে না এউইন মরগ্যানের। বোলিং করতে গিয়ে চোটে পড়েন মার্ক উড।

উডের ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন জোফরা আর্চার। এছাড়া দাদার মৃত্যুতে খেলা হচ্ছে না জো রুটের।

সব মিলে একাদশ সাজাতেই হিমশিম খাওয়া ইংল্যান্ড শেষ পর্যন্ত ফিল্ডিং করতে নামিয়ে দিল দলের সহকারী কোচ পল কলিং উডকে।

ইংল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড

এউইন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, লিয়াম ডওসন, লিয়াম পাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড। 

ওয়াই

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়