logo
  • ঢাকা রবিবার, ২০ অক্টোবর ২০১৯, ৪ কার্তিক ১৪২৬

প্রস্তুতি ম্যাচ দিয়েই ফিরবেন খাজা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৩ মে ২০১৯, ১৫:২৪
ছবি- সংগৃহীত
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গতকাল মঙ্গলবার (২২ মে) সাউথাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি একদিনের ম্যাচে ম্যাচে অংশ নেয় অস্ট্রেলিয়া।

এই ম্যাচে আন্দ্রে রাসেলের বাউন্সারে আঘাত পান অস্ট্রেলীয় ওপেনার উসমান খাজা। বলের আঘাত পেয়েই মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দলটির ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট উইন্ডিজ সংগ্রহ করে ২৩০ রান। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দলীয় রান যখন ৫, ইনিংসের দ্বিতীয় ওভারেই রাসেলের বলে চোট পেয়ে মাঠ ছাড়েন খাজা।

বলের আঘাতে চোয়ালে ব্যথা পাওয়ায় খাজাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ বুধবার স্ক্যান করানোর পর ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করে, খাজার চোট গুরুতর নয়।

উইন্ডিজদের বিপক্ষে এই ম্যাচে অপরাজিত অর্ধশতক হাঁকিয়ে দলকে জেতান শন মার্শ। ম্যাচ শেষে মার্শ বলেন, এটা খুবই ভীতিকর ছিল। এটা তার চোখের  পাশে আঘাত করে। যা তাকে মারাত্মকভাবে হুমকিতে ফেলে দিতে পারতো। তবে খাজা সুস্থ আছেন এবং খুব দ্রুত ফিরে আসবেন।

আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ রয়েছে। আশা করা যাচ্ছে এই ম্যাচ দিয়েই খাজা খেলায় ফিরবেন।

এমআর/

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়