logo
  • ঢাকা বুধবার, ২১ আগস্ট ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

বিশ্বকাপে ৫০০ রানও সম্ভব!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২১ মে ২০১৯, ১৭:৪৩
বিশ্বকাপ ট্রফির সঙ্গে অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা || ছবি- সংগৃহীত
ক্রিকেট বিশেষজ্ঞরা আগে থেকেই বলছিলেন এবারের বিশ্বকাপে সব হাই স্কোরিং ম্যাচ হবে। পাকিস্তানের বিপক্ষে শেষ চার ম্যাচে ৩ উইকেটে ৩৭৩, ৪ উইকেটে ৩৫৯, ৭ উইকেটে ৩৪১ ও ৯ উইকেটে ৩৫১ তুলেছে ইংল্যান্ড। সাড়ে তিনশ’ রান তোলা এখন ‘ডাল ভাতে’ পরিণত হয়েছে। এমন কন্ডিশনে চারশ’ রানও তুলছেন ব্যাটসম্যানরা। এইতো গেল বছর পাঁচশ’ রানের খুব কাছে পৌঁছে যায় ইংলিশরা। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ৫০ ওভারে ৬ উইকটে ৪৮১ রান সংগ্রহ করেছিল ইয়ন মরগ্যান নেতৃত্বাধীন দলটি। এটাই ৫০ ওভারের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এসব বিবেচনায় বিশ্বকাপে ৫০০ রান তোলা সম্ভব বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট গ্রেট মার্ক ওয়াহ।

bestelectronics
মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে ফক্স স্পোর্টস ওয়াল্ডকাপ লঞ্চ অনুষ্ঠানে ওয়াহ বলেছেন, এটা অবিশ্বাস্য শোনায়। আপনি হয়তো ৫০০ রান ছোঁয়ার কথা চিন্তা করবেন না। কিন্তু, আমার মনে হয়, এটা চিন্তা করার সময় এসে গেছে।”

এবারের বিশ্বকাপে ইংলিশ কন্ডিশনে প্রতিটি ম্যাচেই রানের বন্যা বইবে। এমটাই ভাবছেন মার্ক ওয়াহ।

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৯ সালের বিশ্বকাপ জয়ী এই তারকা বলেন, “আমি মনে করি, যে কোনো একটি বড় দল ছোট দলগুলোর মধ্যে যে কোনো একটির বিপক্ষে এই ঘটনা ঘটাবে।”

৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বোলারদের সফলতা পেতে অনেক কষ্ট হবে বলে মানে করেন ওয়াহ। তিনি বলেন, এবারের আসরে বোলাররা অনেক রান খরচ করবেন।

ওয়াই

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়