logo
  • ঢাকা শনিবার, ২০ জুলাই ২০১৯, ৫ শ্রাবণ ১৪২৬
evaly

কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপ স্কোয়াডে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৩ এপ্রিল ২০১৯, ১৬:২১ | আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৫:০১
টম ব্লান্ডেল
১০ দলের মধ্যে প্রথম দল হিসেবে আসন্ন আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে বসছে এবারের ক্রিকেট বিশ্বকাপের আসর। আর ৩০ এপ্রিলের মধ্যে সবাইকে দল ঘোষণা করতে হবে। তার অনেক আগেই নিজেদের দল জানিয়ে দিয়েছে ব্ল্যাকক্যাপসের শিষ্যরা।

প্রত্যাশা মতোই বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন। গেল বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে তুলেও কাপ দিতে পারেননি ব্রেন্ডন ম্যাককালাম। এবার উইলিয়ামসন শেষ বাধাটা টপকাতে পারেন কিনা সেটাই দেখার।

তবে দলে সবচেয়ে বড় চমক ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে টম ব্লান্ডেলের সুযোগ পাওয়া। টেস্টে অভিষেকেই তিনি শতরান করেছেন। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেললেও  এখনও একটিও ওয়ানডে ম্যাচে খেলেননি তিনি। বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ পেলে সেখানেই ওডিআই অভিষেক হবে ২৮ বছর বয়সী এই উইকেটরক্ষকের।

সবাই মনে করেছিলেন কিউইদের বিশ্বকাপের দলে টম ল্যাথামের সঙ্গে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেতে চলেছেন টিম সেইফার্ট। সম্প্রতি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ ভালো খেলেছিলেন।

তবে কিউই কোচ গ্যারি স্টিডের দাবি. দলের ভারসাম্য রেখেই দল গড়া হয়েছে। সব পরিস্থিতির জন্য ক্রিকেটার রাখা হয়েছে স্কোয়াডে। 

নিউজিল্যান্ড কোচ জানান, বিশ্বকাপের মতো টুর্নামেন্টের দল বাছতে গেলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। তাতে সবসময়ই কিছু ক্রিকেটারকে হতাশ হতে হয়। 

এক নজরে নিউজিল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপের স্কোয়াড 

কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপ্টিল, হেনরি নিকোলস, রস টেলর, টম ল্যাথাম, কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জেমস নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, টিম সাউদি, ও ট্রেন্ট বোল্ট।

ওয়াই

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়