logo
  • ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯, ৩ আশ্বিন ১৪২৬

চমক থাকছে না বিশ্বকাপ দলে: পাপন

স্পোর্টস ডেস্ক
|  ২৬ মার্চ ২০১৯, ২১:১৬ | আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:৩৬
ফাইল ছবি
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ইংল্যান্ড বিশ্বকাপ শুরু হতে বাকি আছে মাত্র ৬৪ দিন। তার আগেই বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর তোড়জোড় শুরু হয়ে গেছে বিশ্বকাপের দলে থাকছেন কারা। এই দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশও।

এখন থেকেই শুরু হয়ে গেছে সেই প্রস্তুতি। দল প্রায় চূড়ান্ত বলেই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, বিশ্বকাপের দলে থকছে না কোনও চমক! গত কয়েকটি সিরিজে যারা নিয়মিত খেলছে তারাই থাকছে বিশ্বকাপের দলে।

আগামী ৩০ এপ্রিলের মধ্যেই আইসিসিকে জমা দিতে হবে বিশ্বকাপের দল। ১৫ সদস্যের দল যে একরকম নিশ্চিত হয়ে গেছে সেটা বিসিবি প্রধানের কথায় প্রায় নিশ্চিত।

সোমবার বিসিবি সভাপতি একরকম বলেই দেন কারা থাকছে দলে। তবে তিনি দ্বিধায় আছেন সাত নম্বর পজিশন নিয়ে!

এই পজিশনে খেলার দৌড়ে আছেন মেহেদী মিরাজ, সাব্বির রহমান, সাইফউদ্দিন এমনকি সৌম্য সরকারও।

পাপন বলেন, ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে লিটন দাসের উপরই আস্থা বিসিবি প্রধানের। এই তালিকায় আছেন সৌম্যও। বাকি রইল ১২ জন। সাকিব, মুশফিক, রিয়াদ অটোমেটিক চয়েস। এ নিয়ে ৬ জন নিশ্চিত। এরপর তিন পেসারের নাম বলতে গেলে, মাশরাফী, রুবেল আর মুস্তাফিজ। পেসাররা যেহেতু চোটে পড়ে বেশি তাই অতিরিক্ত দুই পেসারের নাম বলতে গেলে তাসকিন আর সাইফউদ্দিনের নাম চলে আসে। হয়ে গেল এগারো জন। বাকি চার জনের কথা বলতে গেলে একজন স্পিনার নিতে গেলে মিরাজ, মিডল অর্ডারে মিঠুন আর সাব্বিরের নাম আসে।

বিসিবি প্রধান এটিও নিশ্চিত করেন, জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক বিজয় কিংবা ফরহাদ রেজাদের মতো খেলোয়াড়দের প্রিমিয়ার লিগের পারফর্মে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সুযোগ শূন্যের কোটায়।

আরো পড়ুন: 

এমআর/

evaly
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়