• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রিয়ালের জয়ে জমে উঠেছে লা লিগা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:৫২

মাত্র ৪ দিন আগে নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৩-০ গোলে হারতে হয় সিএসকে মস্কোর কাছে। সেই হারের ক্ষত শুকাতে গতকাল শনিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এ যাত্রায় অবশ্য সফল স্প্যানিশ ক্লাবটি।
ফ্রেঞ্চ ফরোয়ার্ড করিম বেনজেমার একমাত্র গোলে রায়ো ভায়েকানোকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লাস ব্লাংকোসরা। বল দখলে রিয়াল অনেক এগিয়ে থাকলেও গোলে পোস্টে আক্রমণ করেছে দুদল সমানে সমান।

ম্যাচের মাত্র ১৩ মিনিটে লুকাস ভাজকুয়েজের বাড়িয়ে দেয়া বলে গোল আদায় করে নেন করিম বেনজেমা। ম্যাচের বাকি সময়ে আর কোনও গোলের দেখা পায়নি দুই দল। এদিন ভায়েকানোর তিন ফুটবলার হলুদ কার্ড দেখেন।

লা লিগায় টানা তিন ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বর থেকে তিনে উঠে এল সান্তিয়াগো সোলারির শিষ্যরা। ১৬ ম্যাচে ৯ জয়ে ২৯ পয়েন্ট রয়েছে রিয়ালের পকেটে অপরদিকে ১৫ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট রয়েছে টেবিলের শীর্ষ ক্লাব বার্সেলোনা। মাঝে ১৬ ম্যাচে সমান ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থায় রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তাই এবার বলা যায় মৌসুমের মাঝে এসে বার্সা, রিয়াল, অ্যাতলেটিকোর দৌরাত্ম্য আবারও জমে উঠেছে।