• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

পিছিয়ে পড়েও সেমিতে যেতে পারবে কি বাংলাদেশ?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:০১

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবার আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের ওই ম্যাচে ১-০তে হারতে হয়েছিল স্বাগতিকদের।

গত মাসের শেষ দিকে আয়োজিত হওয়া ওই ম্যাচে লাল-সবুজদের গোল পোস্টের দায়িত্বে ছিলেন শহীদুল আলম। প্রথমার্ধে ৪০ মিটার দূর থেকে নেয়া লঙ্কান মিডফিল্ডার মোহামেদ ফজলের করা শটটি শহীদুলের হাত ফসকে বল জালে জড়ায়। আজ শনিবার ঠিক একই রকম দৃশ্য দেখা গেলো।

সাফের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ-নেপাল। শুরু থেকে পালাক্রমে আক্রমণ চালিয়ে বলের দখল নিজেদের করে নেয় জেমি ডে’র শিষ্যরা। ম্যাচের ৩৩তম মিনিটে ফ্রি কিক থেকে বিমাল মাগারের নেয়া শটটি গোল হয়। এতে এগিয়ে যায় নেপাল। এবারও সেই শহীদুলই দায়ী হলেন।

বিরতিতে যাওয়া আগে কোনও দলই আর গোল না পাওয়া ১-০তে পিছিয়ে থেকে মাঠ ছেড়েছে জামাল ভূঁইয়ার দল।

সেমিফাইনালে পৌঁছাতে হলে এই ম্যাচে জয় ছাড়া উপায় নেই স্বাগতিকদের কাছে।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • ফুটবল এর পাঠক প্রিয়
X
Fresh