logo
  • ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯, ৬ কার্তিক ১৪২৬

শ্রীলঙ্কা-মালদ্বীপের ড্রয়ে সেমিতে ভারত

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৯ | আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৫
খেললো শ্রীলঙ্কা-মালদ্বীপ কিন্তু গ্রুপ ‘বি’ থেকে সবার আগে সেমি ফাইনাল নিশ্চিত করলো ভারত।

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘বি’ এর খেলায় আজ সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও মালদ্বীপ। খেলার শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণ করেছে। কিন্তু কোনও দলই দেখেনি গোলের মুখ।

প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রতে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও একইভাবে খেলতে থাকে দু’দল।

আক্রমণের দিক থেকে দুই দলই ছিল সমান। লঙ্কান ডি-বক্সে মালদ্বীপ শট নিয়েছে ১৩টি। সেখানে শ্রীলঙ্কার ডি-বক্সে ১৪টি শট নিয়েছে মালদ্বীপ। গোলপোস্টে শট ছিল দু’দলেরই সমান ৫টি করে।

কিন্তু দুই দলের গোল কিপারের সাহসিকতায় গোলের দেখা মিলেনি একবারও।

তবে এই ড্র’য়ে লাভ হয়েছে ভারতের। ১ ম্যাচ জয়ে খেলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র প্রথম স্থানে আছে ভারত। অন্যদিকে ১ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মালদ্বীপ। এরইমধ্যে শ্রীলঙ্কা খেলেছে দুই ম্যাচ। প্রথম ম্যাচে ভারতের কাছে হার আর আজকের ম্যাচে ড্র করে ১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তৃতীয় নম্বরে।

আগামীকাল শনিবার দিনের প্রথম ম্যাচে গ্রুপ ‘এ’র খেলায় পাকিস্তানের বিপক্ষে লড়বে ভুটান আর সন্ধ্যা ৭টায় নেপালের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

আরও পড়ুন :

এমআর/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়