• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হংকংকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:১৮
হংকংকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে হংকং নারী ফুটবল দলকে ৫-০ গোলে হারাল বাংলাদেশ। পাঁচ গোলের মধ্যে সাবিনা খাতুন একাই চার গোল করেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানের জার একাডেমি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে হংকংকে ৫-০ গোলে হারায় বাংলাদেশ নারী ফুটবল দল।

ম্যাচের ১৮ মিনিটে তহুরা খাতুন গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। বাংলাদেশের পক্ষে যথাক্রমে ৪৩ মিনিট, ৫৩ মিনিট, ৫৭ মিনিট এবং ৮৫ মিনিটে চারটি গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন।

বাংলাদেশ ও হংকং দুই দলই এএফসি মহিলা এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে উজবেকিস্তান যায়। দুই দলই চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয়।

বাংলাদেশ জর্ডান ও ইরান দুই দলের বিপক্ষেই ০-৫ গোলের ব্যবধানে হারে। অন্যদিকে হংকং ফিলিস্তিনের বিপক্ষে হারলেও নেপালের বিরুদ্ধে ড্র করেছিল।

বাংলাদেশ ও হংকং দেশে ফেরার আগে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করে। দুই দেশের ফেডারেশন সম্মত হওয়ায় এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ফুটবল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে হেরে যা বললেন নিপুণ
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
একাধিক পদে চা বোর্ডে নিয়োগ
মিশা-ডিপজলের কাছে কত ভোটে হারলেন কলি-নিপুণ
X
Fresh