• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

খালি হাতেই নেপাল প্রস্তুতি পর্ব শেষ করলো সাবিনারা

ক্রীড়া ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৪
জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন

নারী এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বের প্রস্তুতি নিতে নেপাল গিয়েছিলো জাতীয় নারী ফুটবল দল। দেশ ছাড়ার আগে কৃষ্ণা-মনিকাদের আশা ছিল জয়ের আত্মবিশ্বাস খুঁজে পাবে তারা। কিন্তু শেষ পর্যন্ত শূন্য হাতেই নারী এশিয়াকাপের বাছাই পর্বে পা রাখতে হচ্ছে বাংলাদেশকে। পোখারায় দুই ম্যাচের প্রস্তুতি সিরিজের প্রথমটিতে স্বাগতিক নেপালের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ও শেষ ম্যাচে লক্ষ্য ছিল জয় তুলে নেয়া। কিন্তু এবারও ব্যর্থ গোলাম রব্বানী ছোটনের দল। মাঠ ছাড়তে হলো গোলশূন্য ড্র নিয়ে। একটি হার ও একটি ড্র নিয়ে নেপাল থেকেই উজবেকিস্তানগামী বিমানে চাপবে নারী ফুটবল দল।

নারী এশিয়া কাপের বাছাই পর্বের গ্রুপ-জি’র খেলায় ১৯ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয় ও শেষ ম্যাচে সাবিনার দলের প্রতিপক্ষ ইরান। আগামী বছর ২০ জানুয়ারী ভারতে বসবে নারী এশিয়া কাপের মূল পর্ব। ২০১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রায় দুই বছর পর কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে বাংলাদেশের মেয়েরা।

কএম/এফএ

মন্তব্য করুন

daraz
  • ফুটবল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এশিয়া : ডব্লিউএমও
আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ এপ্রিল)
X
Fresh