• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দুর্ঘটনায় বালাকের ছেলের মৃত্যু

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২১, ২১:২০
বাইক দুর্ঘটনায় বালাকের ছেলের মৃত্যু
ছবি সংগৃহিত

জার্মান কিংবদন্তি মিডফিল্ডার মাইকেল বালাকের ছেলে এমিলিও বালাক কোয়াড বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার পর্তুগালের লিসবনে স্থানীয় সময় রাত দুইটায় কোয়াড বাইক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বালাকের তিন ছেলের মধ্যে মেজ এমিলিও। তার বয়স হয়েছিলো ১৮ বছর।

কোয়াড বাইক সাধারণত সমুদ্রসৈকত আর এবড়োখেবড়ো রাস্তায় দেখা গেলেও এমিলিওর কোয়াড বাইকটা সাধারণ রাস্তায়ও চলাচলের উপযোগী ছিল। দুর্ঘটনা কীভাবে ঘটেছে, সেটি এখনো জানা যায়নি।

দুর্ঘটনাটা ঘটেছে লিসবনের দক্ষিণে ত্রোইয়াতে। চেলসি, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবে আলো ছড়ানো, জার্মানির জার্সিতে ২০০২ বিশ্বকাপের ফাইনাল খেলা বালাক ২০১২ সালে ফুটবলকে বিদায় জানান। ছুটি কাটানোর জন্য কয়েক বছর আগে এই ত্রোইয়াতেই তিনি বাড়ি কেনেন। সেখানেই ছুটি কাটাতে গিয়েছিলেন এমিলিও।

দীর্ঘদিনের বান্ধবী সিমোনে লাম্বের সঙ্গে বালাকের সংসারে তিন সন্তান। ২০০১ সালে জন্ম নেয় বড় ছেলে লুইস, তার পরের বছর এমিলিও, আর ২০০৫ সালে জর্দি। বালাক-লাম্বে ২০০৮ সালে বিয়ে করেন, যদিও চার বছর পর তাঁদের ছাড়াছাড়িও হয়ে যায়। সূত্র: ডেইলি মিরর

এসজে

মন্তব্য করুন

daraz
  • ফুটবল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কার রেসিং দেখতে গিয়ে প্রাণ হারালেন সাতজন দর্শক
গৌরনদীতে বাসচাপায় প্রাণ হারালেন শ্যালক-দুলাভাই
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ
অভিনেত্রীসহ ৯ জন প্রাণ হারালেন সড়ক দুর্ঘটনায়
X
Fresh