• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলতে সোমবার অনুশীলনে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ মার্চ ২০২১, ২১:০৩
ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলতে সোমবার অনুশীলনে নামছে বাংলাদেশ

নেপালের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে নিজেদের শক্তি ও সামর্থ জানান দিতে আগামীকাল সোমবার অনুশীলনের জন্য মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশের খেলোয়াড়রা।

গতকাল শনিবার অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন ২৭ ফুটবলার। আজ রোববার (১৪ মার্চ) আরও তিনজন ফুটবলার অনুশীলন ক্যাম্পে যুক্ত দিয়েছেন। তারা হলেন- মো. আশরাফুল ইসলাম রানা, মো. আবদুল্লাহ ও মো. আনিসুর রহমান জিকো।

আজকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল হোটেল এশিয়া থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্থানান্তরিত হয়েছেন। খেলোয়াড়দের বিশ্রাম শেষে সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে।
কলকাতা মোহামেডান একটু আগেভাগে ছেড়ে দেওয়ায় জামাল ভুঁইয়া আগামী ১৮ মার্চ দেশে ফেরার কথা। এরপর করোনাভাইরাসের টেস্ট করিয়ে নেপালে যাবে তিনি।

প্রাথমিক সূচি অনুযায়ী আগামী ২৩ মার্চ প্রতিযোগিতার প্রথম ম্যাচ। পরের ম্যাচগুলো মাঠে গড়াবে ২৫, ২৭ এবং ২৯ তারিখে। ত্রিদেশীয় সিরিজের অপর দল কিরগিজস্তান।

ওয়াই/এমআই

মন্তব্য করুন

daraz
  • ফুটবল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবিয়েছে বাংলাদেশ, সিরিজ শ্রীলঙ্কার
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh