• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মোহামেডান নির্বাচনে সালাম মুশের্দীর পরাজয়

আরটিভি নিউজ

  ০৬ মার্চ ২০২১, ২১:৪৫
মোহামেডান নির্বাচনে সালাম মুশের্দীর পরাজয়

মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনে পরিচালক পদে হেরেছেন সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ সভপতি আব্দুস সালাম মুশের্দী। শনিবার (০৬ মার্চ) অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ১৬টি পরিচালক পদের বিপরীতে ২০ জন প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে সালাম মুর্শেদী ছাড়া পরাজিত হয়েছেন সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুন নাহার ডানা, সাবেক হকি খেলোয়াড় ও হকি ফেডারেশনের সহ সভাপতি সাজেদ এ আদেল ও মোস্তাকুর রহমান।

এদিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসেছিল ঐতিহ্যবাহী ক্লাবটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন। নির্বাচনে ৩৩৭ জন ভোটারের মধ্যে ২৩৯ জন ভোট প্রদান করেন। তবে তাদের মধ্যে সাত জনের ভোট বাতিল হয়েছে। বাকি ২৩২ ভোটে ১৬ সদস্যের পরিচালক কমিটি গঠিত হয়েছে।

আগামী দুই বছরের জন্য পরিচালক পদে নির্বাচিত হয়েছেন যারা:

মাসুদুজ্জামান(২১৯), মো. হানিফ ভুঁইয়া(১৪৪), আবু হাসান চৌধুরী প্রিন্স(২০৮), খোজেস্তা-নুর-ই-নাহরিন(২১০), জামাল রানা(১৪৪), কাজী ফিরোজ রশীদ এমপি(২১৮), মাহবুব-উল আনাম(২২৩), প্রকৌশলী গোলাম মো. আলমগীর(২২৩), মইন উদ্দিন হাসান রসিদ(২১৮), মোস্তফা কামাল(২২০), শফিকুল ইসলাম মহিউদ্দিন এমপি(২২৬), সিদ্দিকুর রহমান(২২১), দাতো মো. ইকরামুল হক(২১৫), মো. মঞ্জুর আলম(২১৮), এ. জি. এম সাব্বির(২১৮) ও প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া (১৭৬)।

ক্লাবের সভাপতি পদে আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাবেক সেনাপ্রধান জেনারেল মো. আব্দদুল মুবিন (অব.)।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • ফুটবল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নির্বাচনে খরচ ১ কোটি ২৬ লাখ, যেভাবেই হোক তুলবো’
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে ইসির নির্দেশনা
অবশেষে নির্বাচনের টিকিট পেলেন কঙ্গনা
বড় পরাজয়ের পর যা বললেন শান্ত
X
Fresh