• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আবাহনীর হার, অপেক্ষা বাড়ল মাশরাফির

স্পোর্টস ডেস্ক

  ০৭ এপ্রিল ২০১৯, ১৮:৩০
ছবি- সংগৃহীত

পয়েন্ট তালিকায় শীর্ষে উঠার লড়াই ছিল দু’দলের। সেই লড়াইয়ে জিতল লিজেন্ড অব রূপগঞ্জ। আজ রোববার মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে বলা যায়।

সকালে টস জিতে আবাহনীকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় রূপগঞ্জ। দু’দলই আজ নিজেদের দশতম ম্যাচ খেলতে নামে।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই শুভাশিস রয়ের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা জহুরুল ইসলাম অমি।

আরেক ওপেনার সৌম্য সরকারকেও ১৪ রানে ফেরান শুভাশিস। দুই নম্বরে ব্যাট করতে আসা নাজমুল হাসান শান্তকেও ৬ রানে ফেরান শুভাশিস।

এরপর ভারতীয় ব্যাটসম্যান প্রিয়াঙ্ক কৃতি পাঞ্চাল ১ রান করে ক্যাচ দেন মোহাম্মদ শহীদের বলে।

আবাহনীর নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে আসার মিছিলে সাব্বির রহমানও টিকতে পারেননি। ৮ বল খেলেও কোন রান আসেনি এই হার্ড-হিটারের ব্যাট থেকে।

এরপর খানিক্ষণ উইকেটের লাগাম টেনে ধরেন মোহাম্মদ মিঠুন আর দলনেতা মোসাদ্দেক হোসেন।

মিঠুনের ব্যাটে আসে ৩৮ আর মোসাদ্দেক অপরাজিত থেকে যান ৪০ রানে। শেষদিকে মাশরাফি মুর্তজার ব্যাটে আসে ১০ বলে ১৫ রান।

কিন্তু বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় সব উইকেট হারিয়ে ১২২ রান পর্যন্ত সংগ্রহ হয় ৩৯ ওভার ১ বলে।

রূপগঞ্জের হয়ে ৩ উইকেট নেন শুভাশিস রয়, ২টি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ ও নাবিল সামাদ। ১টি করে উইকেট নেন ঋষি ধাওয়ান ও মুক্তার আলী।

আবাহনীর দেয়া স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রূপগঞ্জের প্রথম উইকেট জুটি থেকে আসে ৬২ রান। মোহাম্মদ সাইফুদ্দিনের বলে মোহাম্মদ নাঈম ২২ রান করে আউট হলেও আরেক উদ্বোধনী মেহেদী মারুফ তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত নাজমুল ইসলামের বলে ৫৯ রান করে বোল্ড হয়ে ফেরেন মারুফ।

এরপর দলীয় ১০৭ রানের মাথায় ১৭ রান করে ফেরেন মুমিনুল হক। জাকের আলীর ব্যাটে আসে ২ রান।

শেষে নাঈম ইসলাম আর শাহরিয়ার নাফিসের ব্যাটে ভর করে ৬ উইকেটের জয় তুলে নেয় লিজেন্ড অব রূপগঞ্জ।

রূপগঞ্জের এই জয়ে উইকেট শূন্য ছিলেন মাশরাফি বিন মুর্তজা। এই ম্যাচে ১টি উইকেট পেলে দেশের ক্রিকেটে অনন্য মাইলফলক স্পর্শ হয়ে যেত নড়াইল-এক্সপ্রেসের।

৩৯৯ উইকেট নিয়ে স্পিনার আব্দুর রাজ্জাকের পরেই অবস্থান মাশরাফির। রাজ্জাক ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন গত ২৭ মার্চ চলতি ডিপিএল এর আসরেই। ৪০০ উইকেট স্পর্শ করতে এখন মাশরাফিকে অপেক্ষা করতে হবে আগামী ম্যাচের জন্য।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • ডিপিএল ২০১৯ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদীয় স্থায়ী কমিটিতে সাকিব-মাশরাফি
X
Fresh