• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জহুরুলের শতকে বিকেএসপিকে হারাল আবাহনী

স্পোর্টস ডেস্ক

  ০৮ মার্চ ২০১৯, ১৭:৩১
ম্যাচ সেরা জহুরুল ইসলাম

ঢাকা প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি পর্ব শেষে আজ থেকে শুরু হয়েছে ওয়ানডে পর্ব। প্রথম দিনে হয়েছে তিনটি ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে জিতেছে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড, লিজেন্ড অব রূপগঞ্জ ও উত্তরা স্পোর্টিং ক্লাব।

সকালে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আবাহনী লি: ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় আবাহনী। ব্যাটিংয়ে নেমে ওপেনার কুশল সিলভা সাজঘরে ফেরেন মাত্র ৭ রান করে। সিলভার সঙ্গে শুরু হয় আবাহনীর ব্যাটিং ধ্বস।

টপ, মিডল আর লোয়ার অর্ডার মিলে সাত ব্যাটসম্যানই পার হতে পারেনি ২০ রানের কোটা। আরেক ওপেনার জহুরুল ইসলাম অমি আর সাইফউদ্দিন মিলে টেনে ধরেন উইকেটের লাগাম।

সাইফউদ্দিন ৮০ বলে ৫৫ রানে বিদায় নিলেও জহুরুল ইসলাম তুলে নেন এবারের আসরের প্রথম শতক।

তার অপরাজিত ১২১ রানে ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ২১৬ রান করে আবাহনী।

বিকেএসপির হয়ে ৩ উইকেট নেন আবু নাসের। ২টি নেন হাসান মুরাদ ও ১টি করে উইকেট নেন সুমন খান আর নওসাদ ইকবাল।

জবাবে ব্যাট করতে নেমে বিকেএসপির ওপেনার রাতুল খান করেন ৩৭ রান। আরেক ওপেনার পারভেজ ইমন করেন ৫ রান।

আবাহনীর বোলিং তোপে বিকেএসপির ব্যাটসম্যানরা থিতু হতে পারেনি উইকেটে। তাদের সর্বোচ্চ ৩৮ রান আসে অধিনায়ক আব্দুল কাইয়ুম। নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে আসায় গোটা ৫০ ওভারও খেলতে পারেনি বিকেএসপি।

৪০.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৬ রান পর্যন্ত তুলতে পারে দলটি। তাতে ৬০ রানের জয়ে মাঠ ছাড়ে আবাহনী লিমিটেড।

আবাহনীর হয়ে ৩ উইকেট নেন নাজমুল ইসলাম। ২টি উইকেট নেন সানজামুল ইসলাম ও ১টি করে উইকেট নেন সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, আরিফুল হাসান ও সাব্বির রহমান।।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • ডিপিএল ২০১৯ এর পাঠক প্রিয়
X
Fresh