• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ফাইনালে আগে ব্যাট করছে শেখ জামাল

স্পোর্টস ডেস্ক

  ০৪ মার্চ ২০১৯, ১৮:১০

১২ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টের শেষদিন। ঢাকা প্রিমিয়ার লিগে এবারই প্রথম যুক্ত হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাট। গত ২৫ ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যায় টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শেখ জামাল ধানমন্ডি।

সেমিফাইনালে শাইনপুকুরকে ৫ উইকেটে হারিয়ে শেখ জামাল ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল দল দুটি।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব:

সাইফ হাসান, মোহাম্মদ আরাফাত, ফরহাদ হোসেন, মার্শাল আইয়ুব, ফরহাদ রেজা (অধিনায়ক), সৈকত আলী, মাহমুদুল হাসান, আসলাম হোসেন, মানিক খান, আরাফাত সানী ও এনামুল হক জুনিয়র।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব:

ফারদীন হাসান, ইমতিয়াজ হোসেন, নাসির হোসেন, তানভীর হায়দার, ইলিয়াস সানী, শাহিদুল ইসলাম, নুরুল হাসান (অধিনায়ক), জিয়াউর রহমান, হাসানুজ্জামান, সালাউদ্দিন শাকিল ও মিনহাজুল আবেদীন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • ডিপিএল ২০১৯ এর পাঠক প্রিয়
X
Fresh