থাইল্যান্ড থেকে সুখবর দিলেন তামিম
চলমান ভারত সফরে যাননি তামিম ইকবাল। কারণ, সন্তানসম্ভবা স্ত্রী আয়েশা ইকবালকে সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের সেরা এই ব্যাটসম্যান।
বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছেন তামিম। সেখান থেকে নিজ ফেসবুকের মাধ্যমে জানালেন সুখবর।
দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন জাতীয় ক্রিকেট দলের এই ক্রিকেটার। এবার আয়েশার কোল জুড়ে এসেছে মেয়ে সন্তান।
বুমরানগ্র্যাড ইন্ট্যারন্যাশনাল হাসপাতালের একটি বেডের ছবি তুলে ফেসবুকে পোস্টের মাধ্যমে এই সংবাদটি জানিয়েছে টাইগার ওপেনার।
মায়ের সঙ্গে সদ্য জন্ম নেয়া মেয়ের নামেও রয়েছে মিল। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের নবাগত এই সদস্যের নাম দেয়া হয়েছে আলিশবা ইকবাল খান।
২০১৩ সালে আয়েশা-তামিমের বিয়ে হয়। তিন বছর পর তাদের ঘর উজ্জ্বল করে আসে ছেলে আরহাম ইকবাল খান।
ওয়াই/পি