• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কলকাতা টেস্ট দেখতে যাবেন মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ নভেম্বর ২০১৯, ১০:২৫
কলকাতা টেস্ট দেখতে যাবেন মাশরাফি
ফাইল ছবি

কলকাতায় দিবারাত্রির টেস্ট ম্যাচকে ঘিরে উৎসবের কমতি নেই এপার-ওপার দুই বাংলার মানুষের মাঝে। এই উৎসবের পালে হাওয়া লাগাতে ইডেনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। ফ্লাড লাইটের আলোয় গোলাপি বলে অভিষেক হবে উভয় দলের।

আর এই ঐতিহাসিক টেস্ট উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার সফর সঙ্গী হিসেবে ইডেনে উপস্থিত থাকবেন মাশরাফীও।

শেখ হাসিনার সঙ্গে ইডেনে উপস্থিত থাকবেন কলকাতার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। ইডেন গার্ডেনসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে এই টেস্টের উদ্বোধন করবেন দুজনে।

শেখ হাসিনা ও মমতা ব্যানার্জী ছাড়াও এদিন উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথ আনন্দ, টেনিস তারকা সানিয়া মির্জা, ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু, ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা মেরি কম এবং ভারতের একমাত্র অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রা।

জানা গেছে শচীন টেন্ডুলকারকেও আনার চেষ্টা চালাচ্ছেন বিসিসিআইয়ের নয়া সভাপতি সৌরভ গাঙ্গুলী।

আরো পড়ুন

এমআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
X
Fresh