• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ত্রিদেশীয় সিরিজ জিতে ফিরলেন মাশরাফী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মে ২০১৯, ০০:০৩
ফাইল ছবি

একটা ম্যাচ বৃষ্টিতে ভেসে না গেলে হয়তো সিরিজের পাঁচটা ম্যাচই জিততো বাংলাদেশ। একটা টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া চাট্টিখানি কথা নয়। চাট্টিখানি কথা না হলেও মাশরাফীরা টুর্নামেন্টের চার ম্যাচেই জিতেছে, জিতেছে অধরা শিরোপা।

২১ বছর ধরে দুইয়ের অধিক দল নিয়ে অনুষ্ঠিত হওয়া কোনও সিরিজ জিতেনি বাংলাদেশ। সেই খরা গুছালো তামিম-মাশরাফীরা।

ত্রিদেশীয় সিরিজের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে গতকাল ক্যারিবীয়দের হারিয়ে দেয়া বাংলাদেশ দলের অপেক্ষা এবার বিশ্বকাপের মঞ্চে ভালো কিছু করে দেখানোর।

তার আগে ক’টা দিন ছুটি দেয়া হয়েছে ক্রিকেটারদের। এই সুযোগে মাশরাফী এসেছেন দেশে। তামিম গিয়েছেন দুবাই।

আজ রাত ১১টা ২০ মিনিটে মাশরাফী এসে পৌঁছান হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। বাংলাদেশ অধিনায়ক একাই আসেননি, এসেছেন টিম ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু।

বিমানবন্দরে উপস্থিত থাকা সাংবাদিকদের বেশি বলতে চাননি। কেন এই সাফল্য শুধু মাশরাফীর একার নয়, গোটা দলের।

‘আমি এটুকুই বলতে চাই, সাফল্য শুধু আমার একার না। সবাই দেশে আসুক, তখন সবাই মিলে কথা বলব। সবাই দোয়া করবেন।’

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
X
Fresh