• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তাইজুলে হাঁসফাঁস জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক আরটিভি অনলাইন

  ১৩ নভেম্বর ২০১৮, ১৩:১২

স্বাগতিকরা ৫২২ রানে ইনিংস ঘোষণা করায় এমনিতেই স্বস্তিতে নেই সফরকারীরা। মুমিনুল হকের শতক আর মুশফিকুর রহিমের ইতিহাস গড়া দ্বিশতক ছাপিয়ে তাইজুলের কাছে চাপা পড়ছে জিম্বাবুয়ে।

গতকাল দ্বিতীয় দিনের শেষ সেশনের আগে ইনিংস ঘোষণা দিয়ে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

জিম্বাবুয়ের দুই ওপেনার দেখেশুনে শুরু করলেও ইনিংসের ১৫ ওভারের সময় হ্যামিল্টন মাসাকাদজাকে ফেরান তাইজুল ইসলাম। ৪৪ বলে ১৪ রান করে ক্যাচ দেন মেহেদী মিরাজের হাতে।

প্রথম দিনে ২০ ওভার খেলে দিন শেষ ১ উইকেটে ২০ রান করে সফরকারীরা।

আজ ম্যাচের তৃতীয় দিনের শুরুতে তাই সাবধানী আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ব্রায়ান চারি আর ডোনাল্ড তিরিপানো।

কিন্তু প্রথম সেশনের খেলা শুরু হতে না হতেই সেই তাইজুলের আঘাত। ৪৬ বলে ৮ রান করা তিরিপানোকে ফেরান স্লিপে ক্যাচের ফাঁদে ফেলে।

সেশনের শুরুতে উইকেট হারালেও ধাক্কাটা সামাল দেয়ার চেষ্টায় থাকা আরেক ওপেনার ব্রায়ান চারিকে ফেরান মেহেদী মিরাজ। চারির ৫৩ রানের মাথায় সাজঘরের পথ দেখান মিরাজ।

মধ্যাহ্ন বিরতির পর এখন পর্যন্ত পাঁচ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। যার চারটিই নিয়েছেন তাইজুল। গত দিনে মাসাকাদজা আর আর তৃতীয় দিনে যোগ করেছেন তিরিপাননো, শেন উইলিয়ামস আর সিকান্দার রাজার উইকেট।

সিলেটে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলে নিয়েছিলেন ১১ উইকেট। তাইজুলের স্পিন বিষে নাকাল জিম্বাবুয়ে কত রানে গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন :

এমআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে যা জানালেন সাকিব
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
X
Fresh