• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিতর্কিত আউট নিয়ে কথা বললেন লিটন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ অক্টোবর ২০১৮, ১৯:১০

লিটন দাসের রান আউটটা যদি না দিতো আম্পায়ার, তাহলে অন্তত আর ২০টা রান বেশি আসতো। আমরা তবে হারিয়েই দিতাম ভারতকে। ভক্তদের এমন আক্ষেপ এখনও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দুই দেশের ক্রিকেট ভক্তদের এখনও পাল্টা বিতর্ক লেগে আছে। আম্পায়ারের এমন বিতর্কিত সিদ্ধান্ত এবারই যে তা কিন্তু না। গত ২০১৫ বিশ্বকাপ থেকে শুরু। এরপর ভারতের বিপক্ষে ম্যাচ মানেই আগে থেকে একটা সন্দেহ থাকে বিতর্কিত কোনও একটা সিদ্ধান্ত বুঝি এবারও পাবে বাংলাদেশ! ঘটেও তেমনটাই।

এবারের এশিয়া কাপেও তেমন বিতর্কিত কিছু ঘটেছিল বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচে।

দলীয় ১৬৪ রানের মাথায় লিটন দাসকে বিতর্কিত রান আউট দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ওই ম্যাচের টিভি আম্পায়ার রড টাকার। শোনা যায় বিতর্কিত আউটের জের ধরে নাকি বাংলাদেশি হ্যাকাররা রড টাকারের ফেসবুক অ্যাকাউন্টও ডিজেবল করে দেয়।