• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

শেষটাও শুরুর মতো করলেন কুক

অনলাইন ডেস্ক
  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৯

এমন বিদায় ক’জনের ভাগ্যে জোটে। টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচেও অ্যালিস্টার কুক নিজের নাম লেখালেন রেকর্ড বইয়ে। ইংলিশ এই ওপেনার অভিষেক টেস্টেও খেলেছিলেন শত রানের ইনিংস। কুকের আগে এমন রেকর্ড আছে মাত্র চারজনের।

রেগি ডাফ (১৯০২-১৯০৫), বিল পন্সফোর্ড (১৯২৪-১৯৩৪), গ্রেগ চ্যাপেল (১৯৭০-১৯৮৪) আর ভারতের মোহাম্মদ আজহারউদ্দীন (১৯৮৪-২০০০)। সবশেষ যোগ হলেন অ্যালিস্টার কুক।

ওভালে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট খেলছে স্বাগতিক ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে ইংলিশরা।

প্রথম ইনিংসে ওপেন করতে নেমে কুক খেলেন ৭১ রানের ইনিংস। এই রান করতে খেলেন ১৯০ বল। ছিল মাত্র ৮টি চার।

২০০৬ সালে ভারতের বিপক্ষে নাগপুরে অভিষেক হয় কুকের। সেদিন ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে খেলেছিলেন অর্ধশত রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে করেছিলেন অপরাজিত ১০৪ রান। ক্যারিয়ারের এক যুগ পর যেন আবারও নিজেকে জানান দিলেন এই ইংলিশ ব্যাটসম্যান।

এক যুগের ক্যারিয়ারের বিদায় বেলায়ও খেললেন অভিষেক ম্যাচের মতো প্রথম ইনিংসে অর্ধশতক (৭১) আর দ্বিতীয় ইনিংসে হাঁকিয়েছেন শতক, অপরাজিত আছেন ১৩২ রানে।

আরও পড়ুন :

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আম্পায়ারদের ভুলে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের!
বিরক্ত হয়ে নিজের নাম বদলে ফেললেন বাটলার
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
X
Fresh