DMCA.com Protection Status
  • ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০১৯, ১১ বৈশাখ ১৪২৬

দু’দলেরই লক্ষ্য ভালো খেলা উপহার দেয়া

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৮ আগস্ট ২০১৮, ১৭:৩৫ | আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৭:৪১
ম্যাচ শুরুর আরও একদিন বাকি। তার আগে থেকেই জেলা শহর নীলফামারীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতি ম্যাচকে ঘিরে তুঙ্গে উঠেছে উত্তেজনার পারদ। ঢাকার বাইরে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করাটাও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য চ্যালেঞ্জিং বলা যায়।

স্থানীয় দর্শকদের মধ্যে এতই উত্তেজনা যে, টিকিট বিক্রির প্রথম ঘণ্টাতেই শেষ হয়ে যায় সব টিকিট। যার ফলে অধিকাংশ দর্শকেরই থেকে যাবে চাপা ক্ষোভ।

আগামীকাল ২৯ আগস্ট বুধবার নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ম্যাচ শুরুর একদিন আগে অর্থাৎ ২৭ আগস্টেই শ্রীলঙ্কা দল পৌঁছেছে ভেন্যু শহরে। মানিয়ে নেয়ার চেষ্টা করেছে সেখানকার আবহাওয়ার সঙ্গে।

আজ মঙ্গলবার দুপুরে দুই দলের কোচ ও অধিনায়ক আসেন সংবাদ সম্মেলনে। দু’দলেরই প্রত্যাশা ভালো খেলার। স্থানীয় দর্শকদের ভালো খেলা উপহার দেয়ার।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষে ছিলেন দলের টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, কোচ জেমিডে ও অধিনায়ক শাখাওয়াত রনি।

তিনজনের সবাই বলেন, এই প্রীতি ম্যাচ দেশের ফুটবলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

এখানকার দর্শকদের ভালো খেলা উপহার দেয়া ও জয়ের প্রত্যাশার কথা বললেন তারা।

অন্যদিকে হারজিতের চেয়ে ঢাকার বাইরে এই প্রীতি ম্যাচে বিজয়ের চেয়ে বন্ধুত্বের নিদর্শনকেই বড় করে দেখছেন সফরকারী লঙ্কান দলের কোচ ও অধিনায়ক।

তাই দর্শকদের খুশি করার প্রত্যাশা শ্রীলঙ্কা দলের কোচ মোহাম্মদ মিজান পাকের আলী ও অধিনায়ক সুভাষ মাধুসেনের।

এমআর/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়