• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ব্যর্থতায় বরখাস্ত ভেট্টোরি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ আগস্ট ২০১৮, ১৭:৫০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সেরা দল গড়েও কোন দলটা ব্যর্থ হয়? এই প্রশ্নের উত্তরটা মোটামুটি সবারই জানা। যে কেউই অনায়াসে বলে দিবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

যে দল বর্তমান ভারতের অধিনায়ক বিরাট কোহলি নেতৃত্ব দেয় এবি ডি ভিলিয়ার্স কিংবা ম্যাককালামের মতো তারকা খেলোয়াড়দের। সেই দলটা বেরই হতে পারে না ব্যর্থতার বৃত্ত থেকে।

সবশেষ ২০১৮ সালের আসরে ১৪ ম্যাচ খেলে জিতেছিল মাত্র ৬ ম্যাচ। সেরা দল নিয়েও আসর শেষ করতে হয়েছিল ষষ্ট স্থানে থেকে। এমন ব্যর্থতার দায়ভার কোচের কাঁধেও পড়বে এটাই স্বাভাবিক।

এখান থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মালিকপক্ষ সিদ্ধান্ত নেয় কোচ পরিবর্তনের। সূত্র, ব্যাঙ্গালুরু মিররের।

-------------------------------------------------------
আরও পড়ুন :কোহলির পেছনে সৌরভ সামনে ধোনি
-------------------------------------------------------

২০১৪ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি।

তার অধীনে সর্বোচ্চ অর্জন ২০১৬ সালে রানার-আপ হওয়া। এর আগে পরে চার আসরে ২০১৫ সালে প্লে-অফ পর্ব ছাড়া ষষ্ট, সপ্তম বা আট নম্বরে থেকে আইপিএল শেষ করতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।

যার খেসারত দিতে হল ভেট্টোরিকে। শুধু তাকেই নয়, তার সাথে থাকা গোটা কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে ব্যাঙ্গালুরু।

ভেট্টোরির সঙ্গে ফিল্ডিং ও ব্যাটিং কোচ ট্রেন্ট উইডলি এবং বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেও বিদায় জানিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মালিকপক্ষ।

এদিকে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দল রাজশাহী কিংসের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে কিউই এই সাবেক গ্রেটকে।

আরও পড়ুন :

এমআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেন্নাইকে বিধ্বস্ত করে জয়ে ফিরলো লখনৌ
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh