• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তৃতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ আগস্ট ২০১৮, ১৮:৪০

ট্রেন্ট ব্রিজে তৃতীয় ম্যাচটা জিততেই হবে সফরকারী ভারতকে। এই টেস্টে হারলে দুই ম্যাচ আগেই সিরিজ হারের লজ্জায় পড়তে হবে ভারতকে।

অন্যদিকে এই ম্যাচ জিতে দুই ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করে নিশ্চিন্ত হতে চাইবে ইংলিশরা।

গত দুই টেস্টে বলা যায়, স্বাগতিকরা হেসে-খেলে জয় তুলে নিয়েছিল ভারতের বিপক্ষে।

এজবাস্টন, লর্ডস টেস্টের পর আগামীকাল শনিবার ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে স্বাগাতিক দলের অধিনায়ক জো রুট।

দলে ফিরেছেন লর্ডস টেস্ট না খেলা বেন স্টোকস। দ্বিতীয় ম্যাচে স্টোকসের বদলে ডাক পাওয়া ক্রিস ওকসও আছেন তৃতীয় টেস্টে।

-------------------------------------------------------
আরও পড়ুন : আজ থেকে শুরু রোনালদোবিহীন লা-লিগা
-------------------------------------------------------

স্টোকসকে নিয়ে রুট বলেন, স্টোকসের ফেরাটা হয় দুর্দান্ত। সে যতবারই দলে ফিরেছে ততবারই নিজেকে প্রমাণ করেছে ভালোভাবে। আমি মনে করি, সে এই টেস্টেও ভালো কিছু করে দেখাবে। এ জন্য সে তৈরি।

বেন স্টোকসকে দলে ফেরাতে বাদ দিতে হয়েছে স্যাম কারানকে। গত লর্ডস টেস্টে ব্যাটে বলে অসাধারণ খেলেছিল এই বাঁহাতি অলরাউন্ডার।

এ নিয়ে রুট বলেন, অধিনায়ক হিসেবে এই সিদ্ধান্তটা নেয়া আমার জন্য অনেক কঠিন ছিল। আমাদের আরও দুটি ম্যাচ বাকি থাকবে। তবে ট্রেন্ট ব্রিজে তাকে মিস করব।

ইংল্যান্ড দল

অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, জো রুট (অধিনায়ক), অলি পপ, জনি বেয়ারিস্ট্রো (উইকেট-কিপার), বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড ও জেমস এন্ডারসন।

আরও পড়ুন :

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
আম্পায়ারদের ভুলে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের!
বিরক্ত হয়ে নিজের নাম বদলে ফেললেন বাটলার
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh