• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ব্ল্যাক-ক্যাপসের দায়িত্বে গ্যারি স্টেড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ আগস্ট ২০১৮, ১৯:০৩

টেস্ট খেলেছিলেন মাত্র ৫টি। এই পাঁচ ম্যাচের আট ইনিংসে ব্যাটিং গড় ছিল ৩৪.৭৫। ছিল দুটি অর্ধশতকের ইনিংস। খেলা হয়নি কোনও আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। তবুও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের আস্থা ৪৬ বছর বয়সী এই সাবেক কিউই ক্রিকেটারের ওপর।

সাবেক কোচ মাইক হেসেনের বিদায়ের পর গত দুইমাস ধরে চলছিল যাচাই-বাছাই। এর মধ্যে অনেকে পরীক্ষাও দিয়েছিল।

আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হতে না পারলেও সমৃদ্ধ ছিল ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০৩ ম্যাচে ছিল ২৭.৮৫ গড়ে ২ হাজার ১৭৩ রান। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০১ ম্যাচে চিল ৩২.১৫ গড়ে ৪ হাজার ৯৮৪ রান।
-------------------------------------------------------
আরও পড়ুন : জাতীয় দল থেকে বিরতিতে মেসি!
-------------------------------------------------------

এই ঘরোয়া লিগের ক্যারিয়ার শেষ হবার আগেই শুরু করেন কোচিং ক্যারিয়ার। ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত কাজ করেছিলেন নিউজিল্যান্ডের হাই-পারফরম্যান্স দলের সঙ্গে। এরপর কিউই নারী দলের প্রধান কোচের দায়িত্ব পান পরের বছর। তার অধীনে ২০০৯ সালের বিশ্বকাপ আর ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলে নারী দল।

এরপর ২০১২ সালে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্লাব কেন্টাবুরির দায়িত্ব নিয়ে টানা চার মৌসুমেই শিরোপা এনে দেন গ্যারি।

অভিজ্ঞতার পাল্লা ভারি করেই তবে সাবেক এই ক্রিকেটার যোগ দিয়েছেন ব্ল্যাকক্যাপসদের জাতীয় দলে।

দায়িত্ব পাবার পর গ্যারি বলেন, আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। আমি মনে করি ক্যান্টাবুরির কোচিং ক্যারিয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়েছে। তবে আমি এমনটা হবে ভাবিনি।

এদিকে গ্যারিকে কোচ পদে নিয়োগ দেয়ার পর দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, আমরা বিশ্বকাপ জয় করতে চাই। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় করতে চাই। আশা করি আমরা সঠিক পথ ধরে এগুতে পারব।

আগামী দুই বছরের জন্য গ্যারিকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে বোর্ড। এর মাঝে আছে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপও।

আরও পড়ুন :

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
নিউজিল্যান্ড সিরিজের জন্য নতুন কোচ পেলেন বাবর-রিজওয়ানরা
X
Fresh