DMCA.com Protection Status
  • ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০১৯, ৭ বৈশাখ ১৪২৬

শেষ ম্যাচেও মুমিনুলে প্রত্যাশা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১০ আগস্ট ২০১৮, ১৭:৩৫ | আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৭:৫৬
ক্লনটাফ ক্রিকেট ক্লাবে বাংলাদেশ ‘এ’ দল লড়ছে স্বাগতিক আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে মুমিনুল হকের দুর্দান্ত শতকে ২-১ ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ।

আজ শুক্রবার ক্লনটাফ ক্রিকেট ক্লাবে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দলনেতা মুমিনুল হক। ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভাল করেনি সফরকারীরা।

দুই ওপেনার বিদায় নেন দ্রুতই। মিজানুর রহমান করেন ৩০ বলে ২০ আর জাকির হোসেন করেন ১৫ বলে ১০ রান।

দুই নম্বরে ব্যাট করতে আসা মুমিনুল আজও চেষ্টা করছেন ধাক্কা সামলে বড় সংগ্রহের। মুমিনুলের সঙ্গে উইকেটে আসা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তও উইকেটে টিকতে পারেন নি বেশিক্ষণ। ২৫ বলে ১৫ রান নিয়ে তুলে দেন ক্যাচ।

মুমিনুলকে সঙ্গ দিতে উইকেটে আছেন গত ম্যাচের অর্ধশতক হাঁকানো মোহাম্মদ মিথুন।

এখন পর্যন্ত ২৩ ওভার শেষে ৩ উইকেটে ১০০ পার করেছে বাংলাদেশ ‘এ’ দল। মুমিনুলের ৪৫ ও মিথুন অপরাজিত আছেন ২৮ রানে।

এই ম্যাচে জিতলে ৩-১ ম্যাচে ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ ‘এ’ দল।

বাংলাদেশ ’:

মিজানুর রহমান, জাকির হোসেন, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বি, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমীন জুনিয়র, সানজামুল ইসলাম ও সাইফউদ্দিন।

আরও পড়ুন :

এমআর/

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়