• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এই ইনিংস কি রঙিন পোশাকে ফেরাতে পারবে মুমিনুলকে?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ আগস্ট ২০১৮, ২০:৩৪

এই মুমিনুল নাকি টেস্ট খেলা ছাড়া কিছুই পারেনা। আর্ন্তজাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি শেষ কবে খেলছেন এই বাঁহাতি ব্যাটসম্যান সেটা এতদিনে ভুলে যাবার কথাও বটে। তার সঙ্গে টেস্টের ট্যাগ এমনভাবে গেঁথে দেয়া হয়েছে যা উঠানোর সাধ্য কার! মুমিনুল কি কখনও পারবেন জাতীয় দলের রঙিন পোষাকে ফিরতে?

২৬ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান পারেন। আর তাই আজ বুধবার প্রায় দুইশ রানের ইনিংসটি খেলে প্রমাণ করেছেন তিনিও পারবেন লাল বলের রাজা হতে। তাও আবার দেখালেন আন অফিসিয়াল ওয়ানডেতে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে।

এতক্ষণে কি একবারও চোখ বুলিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা? স্কোর কার্ড দেখলে হয়তো নতুন করে ভাবতে পারেন তারা। চন্ডিকা হাথুরুসিংহের রাজত্ব তো শেষ। নয়া কোচ স্টিভ রোডস কি এবার মুখ তুলে চাইবেন ‘পকেট ডায়নামো’ খ্যাত এই ব্যাটসম্যানের দিকে? এমন প্রশ্নের উত্তর আপাতত সময়ের কাছেই তোলা থাক।
-------------------------------------------------------
আরও পড়ুন : প্রোটিয়াদের বিপক্ষে লঙ্কানদের টি-টোয়েন্টি দল ঘোষণা
-------------------------------------------------------

আজ বুধবার ভিনেয়ার্ড গ্রাউন্ডে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’ দল।

ডাবলিনে টস জিতে আইরিশরা সিদ্ধান্ত নেয় ফিল্ডিংয়ের। বোলিংয়ের শুরুটা ভালোই হয়েছিল। দলীয় ৬ রানের মাথায় বাংলাদেশ ওপেনার মিজানুর রহমানকে ৪ রানে ফিরিয়ে দিয়ে হয়তো ভুলই করেছিলেন এন্ডি ম্যাকব্রেইন।

দুই নম্বরে ব্যাট করতে এসে যে ঠাণ্ডা মাথার মুমিনুল এতই চওড়া হবেন সেটা কে ভেবেছিল! অধিনায়ক খেলেছেন অধিনায়কের মতো।

৮১ বলে দ্রুততম শতক তুলে নেন এই বাঁহাতি। শেষঅব্দি ১৩৩ বলে ২৭ চার আর তিন ছয়ে ১৮২ রানের মাথায় রান আউটের শিকার হন তিনি। দ্বিশতকের আফসোসটা থেকেই গেলো।

মুমিনুলের সঙ্গে জুটি বেঁধে আরেক ওপেনার জাকির হাসান খেলেন ৭৯ রানের ইনিংস।

জাকিরের বিদায়ে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিথুনও হাঁটেন তার পথেই। ৫১ বলে ৮৬ রান করেন মিথুন। আল আমিন জুনিয়র করেন ২ রান।

৫০ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩৮৫ রান।

আরও পড়ুন :

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
X
Fresh