• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মুস্তাফিজের প্রশংসায় মুম্বাই ইন্ডিয়ানস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ আগস্ট ২০১৮, ১৭:১৩

মুস্তাফিজকে নিয়ে কম কথা হয়নি মুম্বাই শিবিরে। গত আইপিএলে দ্য ফিজ খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। এর আগের আসরে সেরা উদীয়মান খেলোয়াড় হওয়ায় তার প্রতি প্রত্যাশাও বেড়ে যায় মুম্বাইয়ের।

কিন্তু চেষ্টা করেও নিজের সেরাটা দিতে পারেন নি ২২ বছর বয়সী এই পেসার। ৭ ম্যাচে ৭ উইকেট পাওয়ার সাথে ছিল ৮.৩৬ ইকোনমি রেট।

যার ফলে শেষ দিকের ম্যাচগুলো খেলার সুযোগও হয়ে উঠেনি তার।

আইপিএল থেকে ফিরে খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। কারণ ছিল আইপিএল থেকে ফেরার সময় বাঁ পায়ের আঙ্গুলে করে নিয়ে এসেছিলেন চোট।

এরপর খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলে নিজেকে ফিট প্রমাণ করে তবেই রওয়ানা হয়েছিলেন ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য।

তিন ওয়ানডেতে নিয়েছিলেন পাঁচ উইকেট। ফেরাটা মোটামুটি স্বস্তির। এরপর বাজিমাত টি-টোয়েন্টিতে। ৩ ম্যাচ মিলে নেন আট উইকেট।

বলা যায়, কাটার মাস্টার তার কক্ষপথেই ফিরেছে। এ নিয়ে যেমন বাংলাদেশ ক্রিকেটে স্বস্তি। বাদ যায়নি মুম্বাই ইন্ডিয়ানস ও।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজ ও টুইট করে অভিনন্দন জানান মুস্তাফিজকে।

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজস্থানের বিপক্ষে মুম্বাইয়ের লড়াকু পুঁজি
টস হেরে ফিল্ডিংয়ে রাজস্থান রয়্যালস
মিলান ডার্বিসহ টিভিতে আজকের খেলা
পাঞ্জাবকে হারিয়ে গুজরাটের চতুর্থ জয়
X
Fresh