• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অদ্ভুত চোটের শিকার এন্ডারসন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ আগস্ট ২০১৮, ২১:২৬

ক্রিকেটের ২২ গজে বোলিং করতে বা ফিল্ডিং করতে গিয়ে চোট পেলে সেটা স্বাভাবিক ব্যাপার একজন ক্রিকেটারের ক্ষেত্রে। কিন্তু ইংলিশ পেসার জেমস এন্ডারসন শিকার হলেন গলফ খেলতে গিয়ে।

এজবাস্টনে নিজেদের ১ হাজারতম টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেয়ে একটা দিন অনুশীলন না করার অনুমতি পায় ইংলিশরা। এই দিনটি নিজেদের মতো করে কাটাতে যে যার মতো বেরিয়ে পড়েন হোটেল থেকে।

প্রথম টেস্টে ৪ উইকেট পাওয়া এন্ডারসন ছুটে যান গলফ খেলতে। সাথে ছিলেন আরেক পেসার স্টুয়ার্ট ব্রড।

--------------------------------------------------------
আরও পড়ুন : মাশরাফিকে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ
-------------------------------------------------------

গলফ বলে এন্ডারসন শট নিতে গেলেই বাঁধে বিপত্তি। শট নেয়ার পরই সামনে থাকা গাছের গুঁড়ির সাথে বল লেগে ফিরে এসে মুখে বলের আঘাত লাগে এন্ডারসনের।

আঘাত পাওয়ার দৃশ্যটি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করেন স্টুয়ার্ট ব্রড। আঘাত কতটা গুরুতর সেটা এখনও জানা না গেলেও, ধারণা করা হচ্ছে আঘাত খুব সামান্য না।

আগামী ৯ আগস্ট লর্ডসে অনুষ্ঠিত হবে ৫ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
X
Fresh