• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সাকিব বলছেন টি-টোয়েন্টিতে ভালো কিছু করা সম্ভব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ জুলাই ২০১৮, ১৮:৫৯

জয় ছাড়া কিছুই ভাবছে না ওয়েস্ট ইন্ডিজ। এমনটাই হবার কথা নিজেদের মাঠে। ২-০ তে টেস্ট সিরিজ জিতে উড়তে থাকা ক্যারিবীয়রা ওয়ানডে সিরিজে এসে সেটা আর ধরে রাখতে পারেনি।

মাশরাফির দলের কাছে স্বাগতিকরা সিরিজ হেরেছে ২-১ ম্যাচে। কিন্তু ক্রিকেটের ছোট ফরম্যাটে এই দলটা বিশ্ব চ্যাম্পিয়ন। সবশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

বাংলাদেশের সাথে এই ফরম্যাটে ৬ বারের দেখায় তিনটিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দুইবার জিতেছে বাংলাদেশ। ১ ম্যাচ হয়েছিল পরিত্যক্ত।

সমীকরণের দিক দিয়ে কিছুটা ১৯-২০ হলেও স্বীকার করে নিতে হবে আমাদের থেকে অনেক এগিয়ে তারা।

তাতে কি! সমীকরণ তো আর মাঠে খেলে না। টাইগার অধিনায়ক সাকিব আল হাসান যে এমন কিছুরই ইঙ্গিত দিতে চাচ্ছেন নিজের কথায়।

ফরম্যাটটা টি-টোয়েন্টি হলেও সাকিব অনুপ্রেরণা খুঁজছেন ওয়ানডে সিরিজ থেকে।

সাকিব বলছেন, টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আমরা আশাবাদী। ওয়ানডে ফরম্যাটে আমরা বেশ ভালো করেছি। দেশের বাইরে ৯ বছর পর সিরিজ জয়ের আত্মবিশ্বাসটা আশা করি টি-টোয়েন্টি সিরিজেও কাজে আসবে। তবে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ বেশ শক্তিশালী দল। বিশেষ করে টি-টোয়েন্টিতে। এটা ওদের সবচেয়ে পছন্দের সংস্করণ। তারা যেমনই হোক, আমি মনে করি নিজেদের সেরাটা দিতে পারলে আমরাও ভালো কিছু দেখাতে পারি।

শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছে একটিতে। একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজেরও। তার জিতেছে পাঁচটির একটিতে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আরিফুল হক, মেহেদী মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু ও আবু জায়েদ রাহী।

আগামীকাল ১ আগস্ট সকাল সাড়ে ৬টা থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
X
Fresh