• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে টেস্ট, জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জুলাই ২০১৮, ১৭:১৯

চলতি বছরের অক্টোবরে টেস্ট আর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। এরপর নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। বলা যায় ঘরের মাঠে ব্যস্ত সূচি অপেক্ষা করছে টাইগারদের সামনে।

গতকাল শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করে। সূচিতে রয়েছে তিনটি একদিনের ম্যাচ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ।

১৬ অক্টোবর ঢাকা এসে পৌঁছাবে জিম্বাবুয়ে দল। ১৯ তারিখে সাভারের বিকেএসপিতে রয়েছে একদিনের প্রস্তুতি ম্যাচ।

২১ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে।

শেষ দুটি ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে। ২৪ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে দুই ম্যাচ। ওয়ানডে সিরিজের তিন ম্যাচই হবে দিবারাত্রির।

ওয়ানডে সিরিজ শেষে ২৯ অক্টোবর শুরু হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। যার মাধ্যমে সিলেট ভেন্যুর টেস্ট অভিষেক ঘটবে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকায় ১১ নভেম্বর থেকে।

আরও পড়ুন:

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
জিম্বাবুয়ের প্রেসিডেন্টসহ শীর্ষস্থানীয়দের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
টিভিতে আজকের খেলা
X
Fresh