• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

২-০ তে এগিয়ে গেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৮, ২০:২৯

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের কাছে হারলো স্বাগতিক জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচেও বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান।

দ্বিতীয় ম্যাচে আজ সোমবার বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল।

ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান চেরি ও চামু চিবাবা মিলে করেন ৮ রান। দুই নম্বরে আশা হ্যামিল্টন মাসাকাদজা খেলেন ৭৫ বলে ৫৯ রানের ইনিংস।

মাসাকাদজার সাথে ব্যাট করতে আশা তারিসাই মুসাকান্দা করেন ২৪ রান। মুসাকান্দার বিদায়ের পর ব্যাট করতে এসে অর্ধশতক হাঁকান পিটার মুর। তার ব্যাটে আসে ৮৬ বলে ৫০ রান।

এরপর আর কোন ব্যাটসম্যানই ২০ রান টপকাতে পারেনি।

সব মিলে ৪৯.২ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৯৪ রান তুলতে পারে জিম্বাবুয়ে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার ওসমান খান। ৩ উইকেট নেন হাসান আলী, ১টি উইকেট তুলে নেন শোয়েব মালিক।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি দুই ওপেনারই করেন ১১৯ রানের জুটি। এতেই কিনা খেই হারিয়ে ফেলে জিম্বাবুয়ের বোলাররা।

ইমাম উল হক ৪৪ রানে আউট হলেও আরেক ওপেনার ফখর জামান ১২৯ বলে ১১৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। এছাড়া দুই নম্বরে ব্যাট করতে আশা বাবর আজম করেন ২৯ রান।

মাত্র ৩৬ ওভারেই ১ উইকেট হারিয়ে ১৯৫ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারী পাকিস্তান।

অপরাজিত শতক হাঁকানোয় ম্যাচ সেরার পুরস্কার উঠে ফখর জমানের হাতে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh