• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবেন মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জুলাই ২০১৮, ২০:৪৬

দেশী-বিদেশি গণমাধ্যমে গত কয়েকদিন ধরেই বলা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করতে পারেন মাশরাফি বিন মর্তুজা। কেন না গত দুই সপ্তাহ যাবত জ্বরে ভুগছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সহধর্মীণি সুমনা হক। যার কারণে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনদিন।

স্ত্রীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত সময় পার করায় এক সপ্তাহ ধরে অনুশীলন করতে পারেননি মাশরাফি। স্ত্রীর অসুস্থতার কারণে কথা উঠেছিল এই সফরে হয়তো যাওয়া হচ্ছে না ওয়ানডে অধিনায়কের। তবে মাশরাফির পারিবারিক সূত্র গত সপ্তাহে আরটিভি অনলাইনকে নিশ্চিত করে ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবেন মাশরাফি।

অ্যাপোলোতে চিকিৎসা শেষে এখন কিছুটা সুস্থ হয়ে উঠছেন মাশরাফির সহধর্মীণি।

আজ শুক্রবার জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৬ জুলাই ক্যারিবীয় দ্বীপের উদ্দেশে রওনা করবেন তিনি।

মাশরাফির সাথে যাওয়ার কথা ছিল ওয়ানডে দলে ডাক পাওয়া বাকি সদস্যদেরও। তবে তারা আজ শুক্রবার রওনা করেছেন ওয়েস্ট ইন্ডিজের পথে।

বাংলাদেশ ওয়ানডে দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি।

ওয়ানডে সিরিজ

প্রথম ওয়ানডে (গায়ানা)

২২ জুলাই, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা

দ্বিতীয় ওয়ানডে (গায়ানা)

২৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ১২টা

তৃতীয় ওয়ানডে (সেন্ট কিটস)

২৮ জুলাই, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh