• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্য এবার ট্রফি জয়ের: রুমানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুলাই ২০১৮, ১৭:০০

প্রথমে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া, এরপর আইরিশদের ২-১ এ সিরিজ হারানো। বাংলাদেশ নারী ক্রিকেট দল এক কথায় নিজেদের সেরা সময় পার করছে বলা যায়।
নিজেদের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বাছাই পর্ব শুরু করে মেয়েরা। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটের জয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষেও জয় তুলে নেয় ৮ উইকেটের।
গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে টানা তৃতীয়বারের মত জায়গা করে নেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিশ্বকাপের শেষ দুই ম্যাচে দেখা যাবে না সুন্দরীদের
--------------------------------------------------------
সেমিফাইনাল ম্যাচ নিয়ে রুমানা বলেন, সেমিফাইনালে স্কটিশদের বিপক্ষে ১২৫ রান যথেষ্ট ছিল। কেননা আমাদের বোলিং যথেষ্ট শক্তিশালী টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য।
আর চার মাস পরেই ক্যারিবীয় দ্বীপে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে অংশ নেয়া সব দলের জন্যই এটা অনেক বেশি সম্মানের। রুমানা বলেন, আমরা খুবই রোমাঞ্চিত। বিশ্বকাপে খেলার জন্য অপেক্ষা করছিলাম। আর আমরা সেটা পেরেছি। এবার নিজেদের গুছিয়ে নেয়ার পালা।
২৭ বছর বয়সী এই অলরাউন্ডার কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাননি দেশের অগণিত সমর্থকদের।
‘ধন্যবাদ জানাই আমার দেশের জনগণকে। যারা আমাদের সমর্থন দিচ্ছে, এতদূর আসার পেছনে তারা আমাদের সাহস যুগিয়েছে। আপনাদের সমর্থন আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আমরা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলব, আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু দিতে পারি দেশকে।’


বাছাই পর্ব তো পার হল ঠিকঠাক। এরপরের লক্ষ্য?
রুমানা আহমেদের সোজা কথা, বাছাই পর্বেও চ্যাম্পিয়ন হতে চাই। জিততে চাই ট্রফিটা। আইসিসি কে দেয়া সাক্ষাতকারে এমনটাই জানান বাংলাদেশ নারী দলের এই অলরাউন্ডার।
‘আমাদের প্রথম লক্ষ্য ছিল বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করা। কিন্তু এখন লক্ষ্য ট্রফি।’
উল্লেখ্য, শনিবার বাছাইপর্বের ফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। যাদের ক’দিন আগেই ২-১ ম্যাচের ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ।

আরও পড়ুন :

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh