• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ জুলাই ২০১৮, ২৩:০১

২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে জায়গা করে নিয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নেদারল্যান্ডসের আমস্টারডমে টস জিতে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় বাংলাদেশকে।

প্রথমে ব্যাট করতে নেমে দেখে শুনেই খেলা শুরু করে বাংলার দুই ওপেনার শামিমা সুলতানা আর আয়শা রহমান। ওপেনিং জুটি থেকে আসে ৫১ রান।

প্রথমে শামিমা খাতুন আউট হন ১৬ বলে ২২ রান করে। এরপর ২৭ বলে ২০ রান করে বিদায় নেন আরেক ওপেনার আয়শা রহমান।

মাঝে ফারজানা হক ২ রান করে আউট হয়ে গেলেও হাল ধরেন নিগার সুলতানা। ৩৬ বলে ৩১ বলের ইনিংস খেলে অপরাজিতই থেকে যান।

--------------------------------------------------------
আরও পড়ুন: ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
--------------------------------------------------------

শেষদিকে ফাহিমা খাতুনের ১৫ আর সানজিদা ইসলামের ১৯ রানে ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১২৫ রান।

টিকে থাকার লড়াইয়ে ব্যাট করতে নেমে স্কটিশরা অতি সাবধানী ব্যাটিংয়ে শুরু করেন নিজেদের ইনিংস। ওপেনার সারাহ ব্রেসের ব্যাটে আসে ৪৪ বলে ৩১ রান।

এরপর ক্যাথরিন ব্রেসের ২২ বলে ২১ রান স্বপ্ন দেখাচ্ছিল স্কটিশদের। কিন্তু সেটি আর টিকলো না নাহিদা আক্তারের সামনে। নাহিদার বলে বোল্ড হয়ে ফেরেন পেভিলিয়নে।

দুই ব্রেসের বিদায়ের পর আর কেউ দাড়াতেই পারেনি রুমানা আহমেদ, নাহিদাদের সামনে।

২০ ওভার টিকে থেকে ৭ উইকেটে ৭৬ রান পর্যন্ত তুলতে পারে স্কটল্যান্ড। ৪৯ রানের জয় নিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।

রুমানা আহমেদ ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট। ১ উইকেট করে পান সালমা খাতুন ও ফাহিমা খাতুন।

উল্লেখ্য, আগামী ১৪ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বিশ্বকাপে কোন গ্রুপের হয়ে খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন:

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
সাকিবের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
আঙুরে বাংলাদেশের বর্ধিত শুল্ক তুলে নিতে আবেদন ভারতীয় চাষিদের
এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলের বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন
X
Fresh