• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

অবসরে গেলেও আইপিএল খেলবেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জুলাই ২০১৮, ২০:৫৭

চলতি বছরের শুরুতে দেশের হয়ে আর খেলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। গেলো ২৩ মে হঠাৎ এক ভিডিও বার্তায় হার্ডহিটার ব্যাটসম্যান জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা। এমন খবরে হতাশ হয়ে পড়েছিলেন ক্রিকেট প্রেমীরা।

জাতীয় দলের জার্সিতে অন্তত আরেকটা বিশ্বকাপ খেলুক প্রিয় খেলোয়াড়। এমনটাই চাওয়া ছিল ভক্তদের। তবে নিজের কথাতেই অটল ছিলেন এবি।

--------------------------------------------------------
আরও পড়ুন : দ্বিতীয় সেমিতেও কী সঠিক হবে উটের ভবিষ্যদ্বাণী?
--------------------------------------------------------

তবে খুশির খবর, মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেও নিজের দেশের ঘরোয়া লিগের দল ‘টাইটান্স’ এর হয়ে খেলার কথা জানিয়েছিলেন আগেই। তার সঙ্গে যুক্ত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগামী কয়েকটা আসরও খেলবেন ৩৪ বছর বয়সী উইকেট কিপার-ব্যাটসম্যান।

ভিলিয়ার্স বলেন, আমি কয়েক বছরের জন্য আইপিএল খেলতে চাই এবং আমি টাইট্যান্সের জন্য খেলতে চাই। যার মাধ্যমে তরুণ খেলোয়াড়দের সাহায্য করতে চাই।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিকে দেয়া সাক্ষাতকারে প্রোটিয়া তারকা আরও বলেন, বিশ্বের বিভিন্ন বড় বড় লিগ থেকে খেলার জন্য আমন্ত্রণ পাচ্ছি। তবে আইপিএল আর টাইটান্সে খেলা ছাড়া আপাতত কিছু ভাবছি না।

আরও পড়ুন :

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজস্থানের বিপক্ষে মুম্বাইয়ের লড়াকু পুঁজি
টস হেরে ফিল্ডিংয়ে রাজস্থান রয়্যালস
মিলান ডার্বিসহ টিভিতে আজকের খেলা
পাঞ্জাবকে হারিয়ে গুজরাটের চতুর্থ জয়
X
Fresh