• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেয়েদের ‘রোড টু টি-টোয়েন্টি বিশ্বকাপ’ মিশন শুরু রাতে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জুলাই ২০১৮, ১৯:২৭

সালমা খাতুনের নেতৃত্বে মেয়েরা আপাতত উজ্জীবিত। নারী এশিয়া কাপ ২০১৮ আসরে চ্যাম্পিয়ন। এরপর আয়ারল্যান্ডকে তাদের মাটিতে ২-১ ম্যাচে সিরিজ হারিয়ে ধরে রেখেছে ধারাবাহিকতা।

নিজেদের এমন ভালো সময়ে ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নেদারল্যান্ডসে শুরু হওয়া বাচাই পর্বে অংশ নিচ্ছে ৮টি দল। এখান থেকে সেরা দুই দল খেলবে চলতি বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে।

এর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দল দুইবার খেলেছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০১৪ আর ২০১৬ সালে দুই বারই বাদ পড়তে হয় প্রথম পর্ব থেকে।

বাছাই পর্বের খেলায় স্বাগতিক নেদারল্যান্ডস ছাড়াও বাংলাদেশের গ্রুপে আছে পাপুয়া নিউ গিনি এবং সংযুক্ত আরব আমিরাত। অন্য গ্রুপে আছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও উগান্ডা।

নিজেদের প্রথম ম্যাচে আজ সালমারা লড়বে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে। দু’দলই খেলবে নিজেদের প্রথম ম্যাচ। যে জিতবে তারাই এগিয়ে যাবে বিশ্বকাপ খেলার দৌড়ে।

বাংলাদেশ সময় আজ রাত আটটায় শুরু হবে ‘এ’ গ্রুপের ম্যাচটি। এর আগে প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল।

১৪ সদস্যের বাংলাদেশ নারী দল

সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আইশা রহমান, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রানী বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, জাহানারা আলম।

স্ট্যান্ডবাই

জান্নাতুল ফেরদৌস, লতা মণ্ডল, মুর্শিদা খাতুন, সীরা আজমিন।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
X
Fresh