• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এন্টিগায় নীল হলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জুলাই ২০১৮, ২২:৩৬

সোহানের ব্যাটে টেনেটুনে দেড়শ রানের কাছে পৌঁছলো বাংলাদেশের স্কোর। পাঁচ দিনের টেস্টে তিন দিনের মাথায় সবশেষে ২১৯ রানের সাথে যোগ হলো ইনিংসে হার।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এন্টিগায় টসে হেরে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ১০ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল মাত্র ৪৩ রান। এই ৪৩ রান আবার রেকর্ড বইয়ে নাম তুলে দিয়েছে বাংলাদেশের। প্রথম ইনিংসে দ্বিতীয় দ্রুততম সময় অল আউট হওয়ার লজ্জার রেকর্ড।
ক্যারিবীয় গতি দানব কেমার রোচ একাই ধসে দেন টাইগার ব্যাটারদের। ৫ ওভারে ১ মেডেনে আট রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ক্যারিবীয় ওপেনার কার্লোস ব্রেথওয়েট তুলে নেন শতক। ২৯১ বলে করেন ১২১ রান।
টাইগার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও বোলাররা নিজেদের জায়গা থেকে চেষ্টা করেছেন শতভাগ দেয়ার। ক্যারিবীয় ব্যাটসম্যানদের দেড় দিনে বেঁধে ফেলে ৪০৬ রানে। যদিও ততক্ষণে ৩৬৩ রানের লিড দিয়েছে স্বাগতিকরা।
অভিষিক্ত আবু জায়েদ নেন তিন উইকেট। এছাড়াও ৩ উইকেট পান মেহেদী মিরাজ। মিরাজের তিন উইকেট তাকে দেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট শিকারির তালিকায় এনে দেয়।
দ্বিতীয় ইনিংসে ৩৬৩ রান ডিঙিয়ে লিড দেয়া তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার অবস্থা।
স্বপ্ন আপাতত স্বপ্নই থাক, বাস্তবে চোখ ফেরাই। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের পুনরাবৃত্তি ঘটালো তামিম-সাকিবরা। তামিম করে ১৩ রান। অধিনায়ক সাকিব আল হাসান তারও এক রান কম। মাহমুদুল্লাহ রিয়াদ ১৫ রান।
শেনন গ্যাব্রিয়েল আর জেসন হোল্ডারের সামনে যখন হাঁটু কাঁপাকাপি অবস্থা সিনিয়রদের তখন দলের হাল ধরার চেষ্টা উইকেট কিপার সোহানের। ৭৪ বলে খানিক ওয়ানডের ঝলকে ব্যাট করে মান বাঁচানো ইনিংস। সাথে রুবেল হোসেনের কিছুক্ষণ মাটি কামড়ে উইকেটে পড়ে থাকা।
রুবেলের ব্যাটে আসে ৩৩ বলে ১৬ রান। লিটন, মুমিনুল, মুশফিকরা আপাতত রুবেলকে অনুসরণ করতেই পারে।
৬৪ রান করে সোহানের বিদায়ের পর কামিন্সের বলে বোল্ড হয়ে যান রুবেলও। সাথে সোয়া দুইদিনের মাথায় ইনিংসে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
ভোট দিতে পারছেন না একঝাঁক তারকা
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
X
Fresh